ফরিদপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে । এ উপলক্ষে আজ দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর শহরের চকবাজার জামে মসজিদ হতে মুজিব সড়ক প্রদিক্ষণ পূর্বক প্রেসক্লাবের সামনে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি মাওলানা আমজাদ হোসেন এর নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিসের মজলুম মহাসচিব মাওলানা মোঃ মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তি, জাতীয় পাঠ্যক্রমে বিবর্তনবাদ সহ বিতর্কিত পাঠ্য সমূহ বাতিল এবং চাল, ডাল, বিদ্যুৎ- জ্বালানি সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও কেন্দ্রীয় ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিকী, জেলা সদস্য মাওলানা মাহাবুব হোসেন, খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মুফতি মাহমুদুল করিম, প্রচার সম্পাদক মুফতি রঈছূল ইসলাম, সদস্য মুফতি আরিফ বিল্লাহ, মুফতি জুবায়ের ইসলাম কাসেমী, মুফতি শাইখুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা আল্লামা মামুনুল হক সহ জেলখানায় মিথ্যা মামলায় আটক সকল আলেম-ওলামাদের নিঃশর্ত মুক্তিসহ প্রত্যেক ক্লাসে ইসলামী পাঠ্যপুস্তক বাধ্যতামূলক করার দাবি জানান।
প্রিন্ট