ফরিদপুরের বোয়ালমারীতে আজ শুক্রবার সকাল ৯ঃ০০ টায় উপজেলার ময়না ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ময়না গ্রামের মান্দার তলা সংলগ্ন এলাকার মন্টু শেখ ও জাকির শেখ নামে দুই ভ্যানচালকের বসতঘর অগ্নিকান্ড পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায়, মন্টু শেখের স্ত্রী রুপি বেগম রান্নাঘরে রান্না করা অবস্থায় অসাবধানতা বসত আগুন লেগে যায়। এ সময় পাশে থাকা মন্টু শেখের (৫৫) বসতঘর ও তার ছেলে জাকির শেখের (২৭) বসতঘরে রান্নাঘর থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে তিনটি টিনের বসতঘর ও দুইটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষাধিক টাকা বলে জানা গেছে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে এবং আরো ১০-১২টি বাড়িঘর আগ্নিকান্ড থেকে রক্ষা করে।
প্রিন্ট