ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্ব ওলি খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ ) ৪ দিনব্যাপী বিশ্ব ওরস আজ শনিবার থেকে শুরু হচ্ছে। ওরস উপলক্ষে দরবারের সকল প্রস্তিতি সম্পন্ন করা হয়েছে।
কঠোর নিরাপত্তার জন্য দরবার এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে ও স্বাস্থ্য বিধি মেনে ওরস সম্পন্ন করা হবে।
গতকাল শুক্রবার বাদ জুম্মা বিশ্ব ওলির পবিত্র রওজা মোবারক জিয়ারত করে ওরসের কার্যক্রম শুরু করবেন পীরের আধ্যাত্বিক প্রতিনিধি খাজা মাহফুজুল হক মোজাদ্দেদী। ৪ দিনব্যাপী ওরসে পবিত্র কোরআন থেকে তর্জমা, পীরের ওসিয়ত-নসিয়ত প্রচার, মিলাদ-মাহফিল, জিকির-আশকার, দফায় দফায় মোনাজাত করা হবে। আগামী মঙ্গলবার বাদ ফজর বিশ্ব ওলির রওজা জিয়ারত করে ওরসের কার্যক্রম শেষ হবে।
প্রিন্ট