ফরিদপুরের সালথা উপজেলায় মহান জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজনে আজ সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইফতেখার আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তুরাজ, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রুপা বেগম, আটঘর ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ, বল্লভদী ইউপি চেয়ারম্যান খন্দোকার সাইফুর রহমান শাহিন প্রমূখ।
|
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, ইউপি সচিবসহ স্কুল-কলেজের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্য মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায়, আগামী ২১শে ফ্রেব্রুয়ারি মহান জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় জাতীয় কর্মসূচির আলোকে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রিন্ট