” এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াাল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি ” এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট হেপাটাইটিস ও ডাইরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচী রোগ নিয়ন্ত্রণ বিভাগ, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২২ পালিত হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যলয় হতে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ। বক্তব্য দেন ডাঃ খালেদুর রহমান, ডাঃ ইসরাতই নূরীন ও ডাঃ শারমিন আখতার প্রমূখ।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হামিদ আরো জানান, মঙ্গলবার (২২ নভেম্বর) থেকে জনসচেতনতায় মাইকিং করা হবে এবং কেবলমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী নিয়ম মেনে এন্টিবায়োটিক সেবন করার জন্য অনুরোধ জানান ।
প্রিন্ট