২০২২–২০২৩ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় গোমস্তাপুরে ৮ হাজার ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্রা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারী গ্রীষ্মকালীন পেঁয়াজ ও শীতকালীন সবজী বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি চাপাইনবাবগঞ্জ জেলা প্রাশাসক এ কে এম গালিভ খাঁন। বক্তব্য রাখেন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, উপজেলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তানভির আহমেন সরকার, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আঃ রাজ্জাক , উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, আঃ রাকিব প্রমুখ।
গম বীজ দেওয়া হবে ২৮০০ জনকে, ভুট্টা বীজ দেওয়া হবে ৩০০ জনকে , সরিষা দেওয়া হবে ৪ হাজার ৬০০ জনকে চিনাবাদাম দেওয়া হবে ১০ জনকে পিয়াজ বীজ দেওয়া হবে ৫০ জকে মুগ বীজ দেওয়া হবে ১০০ জনকে, মসুর ডাল বীজ দেওয়া হবে ১০০ জনকে, খেসারি ডাল বীজ দেওয়া হবে ২০০ জনকে , সর্বমোট ৮ হাজার ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই সার ও বীজ প্রণোদনা বিতরণ করা হবে।
প্রিন্ট