ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় বিজিবি অভিযানে সাড়ে ৩ কোটি টাকার অবৈধ জাল জব্দ Logo দুবাইয়ে দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত Logo ক্যান্সার আক্রান্ত সুমনকে বাঁচাতে পরিবারের আকুতি Logo তানোরে কৃষকের জমি জবরদখল Logo চরভদ্রাসনে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় দুইজন আটক Logo হাতিয়ায় ব্র‍্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্দ্যেগে জলবায়ু পরিবর্তন প্রকল্পের অধীনে ক্যাপাসিটি বিল্ডিং ট্রেইনিং ফর ইমার্জেন্সি রেস্পন্ডার গ্রুপ মিটিং অনুষ্ঠিত Logo কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টে জয়ী যশোর Logo রাজশাহীর আলু চাষিরা নিঃস্ব হওয়ার পথে Logo মহম্মদপুরে বিএনপির পথসভা ও মিছিল অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১

পাংশার কলিমহর ইউপিতে দুর্বৃৃত্তদের গুলিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী গুলিবিদ্ধ

পাংশার কলিমহর ইউপির নাচনা-মুরাদপুর গ্রামে গত শনিবার রাতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত আক্তার হোসেন।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির নাচনা-মুরাদপুর গ্রামে গত শনিবার ১৮ ডিসেম্বর দিবাগত গভীর রাতে আক্তার হোসেন (৩৮) নামের এক ব্যক্তি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। আক্তার হোসেন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য কলিমহর ইউপির নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের কর্মী এবং তার আপন ফুফাতো ভাই। আক্তার হোসেন পেশায় একজন সার ব্যবসায়ী। তার পিতার নাম মোতালেব বিশ্বাস। মাছপাড়া বাসস্ট্যান্ড বাজারে আক্তার হোসেনের সারের দোকান আছে।
জানা যায়, শনিবার রাতে কলিমহর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের নির্বাচনী গণসংযোগে অন্যান্যদের সাথে আক্তার হোসেনও ছিল। নির্বাচনী গণসংযোগ শেষে আক্তার হোসেন নিজ বাড়িতে ফিরে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে। রাত ১২টার দিকে মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে আক্তার হোসেনের নাম ধরে ডাকাডাকি করে। দুর্বৃত্তরা ঘুম থেকে ডেকে তুলে ওই বাড়িতেই আক্তার হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আক্তার হোসেনের বাম পায়ের আঙুল ক্ষত হয়।
এ সময় তার শোর চিৎকারে বাড়ির লোকজন জেগে ওঠে এবং দুর্বৃত্তদের কবল থেকে উদ্ধার করতে গেলে আক্তার হোসেনের সহোদর ছোট ভাই নজরুল ইসলাম (৩০) কে হাতুড়ি ও হকস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। আহত আক্তার হোসেন ও তার ভাই নজরুল ইসলাম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার ১৯ ডিসেম্বর দুপুর দুইটার দিকে জানতে চাইলে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, শনিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে আক্তার হোসেন নামের এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার মোটিভ উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে কলিমহর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক বলেন, দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ আক্তার হোসেন আমার আপন ফুফাতো ভাই এবং আমার নির্বাচনী কর্মী। শনিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত সময় আক্তার হোসেন নির্বাচনী গণসংযোগে আমার সাথে ছিল। বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে রাত ১২টার দিকে মুখোশ পরিহিত দুর্বৃত্তদল ঘুম থেকে ডেকে তুলে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে। তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
ঘটনার পর থেকে গুলিবিদ্ধ আক্তার হোসেন ও তার পরিবারের লোকজন আতংকের মধ্যে রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় বিজিবি অভিযানে সাড়ে ৩ কোটি টাকার অবৈধ জাল জব্দ

error: Content is protected !!

ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১

পাংশার কলিমহর ইউপিতে দুর্বৃৃত্তদের গুলিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী গুলিবিদ্ধ

আপডেট টাইম : ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির নাচনা-মুরাদপুর গ্রামে গত শনিবার ১৮ ডিসেম্বর দিবাগত গভীর রাতে আক্তার হোসেন (৩৮) নামের এক ব্যক্তি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। আক্তার হোসেন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য কলিমহর ইউপির নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের কর্মী এবং তার আপন ফুফাতো ভাই। আক্তার হোসেন পেশায় একজন সার ব্যবসায়ী। তার পিতার নাম মোতালেব বিশ্বাস। মাছপাড়া বাসস্ট্যান্ড বাজারে আক্তার হোসেনের সারের দোকান আছে।
জানা যায়, শনিবার রাতে কলিমহর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের নির্বাচনী গণসংযোগে অন্যান্যদের সাথে আক্তার হোসেনও ছিল। নির্বাচনী গণসংযোগ শেষে আক্তার হোসেন নিজ বাড়িতে ফিরে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে। রাত ১২টার দিকে মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে আক্তার হোসেনের নাম ধরে ডাকাডাকি করে। দুর্বৃত্তরা ঘুম থেকে ডেকে তুলে ওই বাড়িতেই আক্তার হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আক্তার হোসেনের বাম পায়ের আঙুল ক্ষত হয়।
এ সময় তার শোর চিৎকারে বাড়ির লোকজন জেগে ওঠে এবং দুর্বৃত্তদের কবল থেকে উদ্ধার করতে গেলে আক্তার হোসেনের সহোদর ছোট ভাই নজরুল ইসলাম (৩০) কে হাতুড়ি ও হকস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। আহত আক্তার হোসেন ও তার ভাই নজরুল ইসলাম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার ১৯ ডিসেম্বর দুপুর দুইটার দিকে জানতে চাইলে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, শনিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে আক্তার হোসেন নামের এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার মোটিভ উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে কলিমহর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক বলেন, দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ আক্তার হোসেন আমার আপন ফুফাতো ভাই এবং আমার নির্বাচনী কর্মী। শনিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত সময় আক্তার হোসেন নির্বাচনী গণসংযোগে আমার সাথে ছিল। বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে রাত ১২টার দিকে মুখোশ পরিহিত দুর্বৃত্তদল ঘুম থেকে ডেকে তুলে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে। তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
ঘটনার পর থেকে গুলিবিদ্ধ আক্তার হোসেন ও তার পরিবারের লোকজন আতংকের মধ্যে রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।

প্রিন্ট