রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ১৮-২৩ ডিসেম্বর-২০২১ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে এ এ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়।
পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের সভাপতিত্বে সভায় পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা হাসপাতালের আরএমও ডাঃ তরুন কুমার পাল, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, এফপিআই রফিকুল ইসলাম ও এফডাব্লিউভি রেহেনা সুলতানা প্রমূখ বক্তব্য রাখেন।
উপস্থাপনা করেন পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খান এ. আল মামুন। সভায় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ ১৮-২৩ ডিসেম্বর-২০২১ এর গৃহীত কর্মপরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের গুরুত্বারোপ করা হয়।
প্রিন্ট