রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজের উদ্যোগে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে কলেজ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও হাবাসপুর বাজারে শহীদ মুক্তিযোদ্ধা আরশেদ আলীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
অধ্যক্ষ প্রফেসর হোসনেআরা খাতুনের নেতৃত্বে শিক্ষক প্রতিনিধিদল শহীদ মুক্তিযোদ্ধা আরশেদ আলীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর অধ্যক্ষ হোসনেয়ারার নেতৃত্বে কলেজের শিক্ষক কর্মচারীরা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্য যাত্রা করেন। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে দিবসের উপর আলোচনা অনুষ্ঠিত হবে।
প্রিন্ট