রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী তরুন সমাজসেবী আবুল কালাম আজাদ এলাকায় তার নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন। রবিবার (১২ ডিসেম্বর) মনোনয়নপত্র বাছাইয়ের দিনে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে বাছাইতে বৈধ ঘোষণার পরপরই তিনি তার নিজ গ্রাম গোপিনাথপুর-কৃষ্ণপুর গ্রামে সমর্থিত লোকজনের সাথে নিয়ে গণসংযোগে বের হন।
জানা যায়, মেম্বার প্রার্থী আবুল কালাম আজাদ এলাকায় শিক্ষা ক্রীড়া ও সৃজনশীল সাংস্কৃতিক কর্মকান্ড বিকাশসহ সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন। মাদক থেকে দূরে রাখতে যুবসমাজকে ক্রীড়া ও সৃজনশীল সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত রাখতে উৎসাহ অনুপ্রেরণা প্রদান ও পৃষ্ঠপোষকতা করেন তিনি। এলাকার দরিদ্র মানুষের নানাভাবে সাহায্য সহযোগিতা করেন মেম্বার প্রার্থী আবুল কালাম আজাদ। সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হিসেবে পাশে থাকায় দলমত নির্বিশেষে তার জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে।
মেম্বার প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, এলাকার মানুষের উৎসাহ ও অনুপ্রেরণায় মেম্বার পদে প্রার্থী হয়ে মাঠে আছি। আমার জনপ্রিয়তার কারণে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে তার বিজয় নিশ্চিত বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আবুল কালাম আজাদ আরও বলেন, আমরা জেনেছি- প্রশাসন আসন্ন ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে কাজ করছেন। এ লক্ষ্যে প্রশাসনের প্রতি তার শতভাগ আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, পাংশার বাহাদুরপুর ইউপিসহ উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৫ জানুয়ারী। রবিবার (১২ ডিসেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইতে পাট্টা ইউপির নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুস আলী বিশ্বাস ও সরিষা ইউপির ৩নং ওয়ার্ডের রশিদ মন্ডল নামের একজন মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। ঋণখেলাপীর কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পাংশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আলীম উল্লেখিত ১জন চেয়ারম্যান ও ১জন মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের তথ্য নিশ্চিত করেন। এ পর্যায়ে ১০টি ইউপিতে ৬০ জন চেয়ারম্যান প্রার্থী, ১১৬ জন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার প্রার্থী ও ৩৬৬ জন সাধারণ ওয়ার্ডের মেম্বার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন।
প্রিন্ট