রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি কঠন করা হয়েছে। সোমবার ২৯ নভেম্বর রাত ৮টায় মাগুড়াডাঙ্গী শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রমে সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে সুব্রত কুমার দে’কে সভাপতি ও গৌতম কুমার বসাককে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পাংশা পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়।
পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অ্যাডহক কমিটির আহবায়ক, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ও রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অ্যাডহক কমিটির সদস্য ও সেনগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার সাহা (কার্তিক সাহা), আইডিয়াল গার্লস কলেজের প্রভাষক লিটন কুমার বিশ্বাস, নিতাই কুমার বিশ্বাস ও ক্ষিরোদ কুমার প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের প্রতিটি স্তরে কমিটি গঠনের উপর গুরুত্বারোপ করা হয়। নবগঠিত পাংশা পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুব্রত কুমার দে ও সাধারণ সম্পাদক গৌতম কুমার বসাক সম্মিলিত প্রচেষ্টায় এবং পরস্পর সহযোগিতার মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় অলোক দাস, শুকদেব অধিকারী, অজিত সিকদার, সঞ্জয় পাল, তমাল পাল, শিপ্রা মজুমদার ও দুর্গা রানী পালসহ পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট