রাজবাড়ী জেলার পাংশায় শনিবার ২৭ নভেম্বর আনন্দঘন পরিবেশে ব্যাংক এশিয়ার ২২তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ব্যাংক এশিয়ার পাংশা শাখার কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ব্যাংক এশিয়ার পাংশা শাখার ব্যবস্থাপক মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য, পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক মোঃ মোবায়দুল হক চুন্নু, বাবুপাড়া ইউপির সাবেক চেয়ারম্যন ও বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম সরোয়ার, সাংবাদিক মোঃ মোক্তার হোসেনসহ ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন ব্যাংক এশিয়ার পাংশা শাখার সহকারী ব্যবস্থাপক মীর শওকত আলী।
প্রিন্ট