রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার আসন্ন বোয়ালিয়া ইউপির নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ লুৎফর রহমান শুক্রবার ২২অক্টোবর বিকেলে এলাকায় গণসংযোগ করেছেন। লুৎফর রহমান মোল্লা বোয়ালিয়া ইউপির গড়চিলোকা গ্রামের মৃত কবেদ আলী মোল্লার ছেলে।
বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বোয়ালিয়া ইউপির ২নং ওয়ার্ডের ৩বারের নির্বাচিত ইউপি মেম্বার ও বোয়ালিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান তিনি। বোয়ালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শের আলীর মৃত্যুতে লুৎফর রহমান মোল্লা ৩মাস ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন।
জানা যায়, শুক্রবার বিকেলে বোয়ালিয়া ইউপির ২নং ওয়ার্ডের পাইকারা মোড় এলাকায় গণসংযোগকালে এক পথসভায় আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান মোল্লা বলেন, আমার বুদ্ধি হওয়ার পর থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ভালোবেসে আওয়ামী লীগ দল করছি। আমি দুইবার বোয়ালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছি।
২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। ২০১৯ সালে কাউন্সিলের মাধ্যমে বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে অদ্যবধি সাংগঠনিক দায়িত্ব পালন করছি। আমার দাদা শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ১৯৭১ সালে কুষ্টিয়াতে মহান মুক্তিযুদ্ধে শহীদ হন। ১৯৭১ সালে আমার চাচাতো ভগ্নিপতি মুজিবুর রহমান ও ভাগ্নী জামাই ওসমান শেখ শহীদ হন। তাদের লাশের হদিস আজও মেলেনি। তিনি বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়। বিএনপির নানা অত্যাচার-নির্যাতন সহ্য করেছি।
বোয়ালিয়া ইউপির নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান মোল্লা আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনার আস্থাভাজন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আমার শতভাগ আস্থা আছে। আমি মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ পরিবারের সন্তান। এলাকার জনগণ আমাকে ভালোবাসেন। সামাজিক সেবামূলক কর্ম ও সাংগঠনিক দক্ষতা দিয়ে এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হিসেবে তাদের পাশে আছি। মনোনয়ন পেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়লাভের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বোয়ালিয়া ইউপির গড়চিলোকা গ্রামের আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির নেতৃত্বে বোয়ালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণে বলিষ্ঠভাবে কাজ করছেন বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান মোল্লা। লুৎফর রহমান মোল্লা বোয়ালিয়া ইউপির ২নং ওয়ার্ডের ৩ বারের নির্বাচিত ইউপি মেম্বার। অত্র ইউপির প্যানেল চেয়ারম্যান তিনি।
এছাড়া বোয়ালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শের আলীর মৃত্যুতে ৩ মাস ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন লুৎফর রহমান মোল্লা। ইউনিয়ন পরিষদ পরিচালনায় এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় লুৎফর রহমানের দক্ষতা রয়েছে। তার দক্ষতার কারণে আমরা তাকে সমর্থন করেছি।
এ সময় সায়েদুর রহমান, হাকিম প্রমানিক, নজরুল ইসলাম, আলাউদ্দিন মন্ডল, আমজাদ খান, ইন্তাজ আলী মোল্লা, আনোয়ার হোসেন মোল্লা, জিন্নাহ সরদার, শাহজাহান মন্ডল, মোক্তার হোসেন, সালাম মোল্লা, আমিন শেখ, শাহজাহান মোল্লা, আবুল হোসেন চৌধুরী, চাঁদ আলী মন্ডল ও কাশেম মন্ডলসহ সমর্থিত বেশ কিছু সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
প্রিন্ট