পাবনার চাটমোহরে৷ সকালে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে ‘মুজিববর্ষের প্রতিশ্রুতি,জোরদার হবে দূর্যোগ প্রস্তুতি’ এ প্রতিপাদ্য নিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ও সিপিপি’র ৫০ বছর পূর্তি।
উপজেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক দূর্যোগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আঃ হামিদ মাস্টার।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী, যুব উন্নয়ন অফিসার আঃ হালিম, আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েলসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্কুলের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
প্রিন্ট