পাবনার চাটমোহরে ৮ ই অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তন স্থানীয় সামাজিক ও সাহিত্য-সংস্কৃতি ভিত্তিক সংগঠন তারুণ্যের আলো প্রকাশিত ত্রৈমাসিক লিটল ম্যাগ “তারুণ্যের আলো সাহিত্য তরী শারদ সংখ্যা উন্মোচন করা হয়েছে।
তারুণ্যের আলো সাহিত্য তরী’র শারদ সংখ্যার মোড়ক উন্মোচনে বক্তৃব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সৈকত ইসলাম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চাটমোহর উপজেলা শাখার সভাপতি শ্রী জয়দেব কুন্ডু, সাপ্তাহিক চাটমোহর বার্তার সম্পাদক এস এম হাবিবুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর উপজেলা শাখা সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য, চেতনায় চাটমোহরের এডমিন জেমান আসাদ।
তারুণ্যের আলো সভাপতি মেহেদী হাসান মিলন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবজিৎ কুন্ডু বাঁধনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন তারুণ্যের আলো এর অভিভাবক সদস্য খন্দকার হোসনে আরা হাসি, শাহিদা সুলতানা লিপি, চিত্রগৃহ চাটমোহর এর প্রতিষ্ঠাতা মানিক দাস, নাট্যকর্মী বিপ্লব আচার্য্য, লেখক রিয়াসাত জ্যোতি চাটমোহর ডিবেট ক্লাব সাধারণ সম্পাদক রুবায়েত হক রুদ্র, স্টুডেন্টস’ থিয়েটার আর্টের সাধারণ সম্পাদক আহসান।
এসময় আরো উপস্থিত ছিলেন সম্পাদনা পর্ষদের সদস্য ও প্রচার সম্পাদক সজীব কুন্ডু, দপ্তর সম্পাদক বাপ্পি শেখ, সাংস্কৃতিক সম্পাদক অর্ন্বিত মূর্ছনা মম, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম রনি, আইটি সম্পাদক মোহাম্মদ আলি সিয়াম, সহ-অর্থ সম্পাদক নাহিদ হাসান,রত্না খাতুন সন্মানিত সদস্য সাকিবুল হাসান আপন, স্বপ্না খাতুন, হাসানাত ফেরদৌস পূর্ণ্য, তানহা রাহা লগ্ন, রঞ্জন কুমার পাল,নজরুল ইসলাম বাঁধন, সুমাইয়া জাহান সূচি, নুসরাত জাহান জীম প্রমুখ।
অনুষ্ঠানে আবৃত্তি করেন তারুণ্যের আলো এর সাংস্কৃতিক সম্পাদক অর্ন্বিত মূর্ছনা মম,সদস্য তানহা রাহা লগ্ন, নুসরাত জাহান জীম।
প্রিন্ট