চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরু ব্যবসায়ীর নিকট হতে টাকাছিনতাইকালে ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি ও অটোচালক স্থানীয় জনতাআটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রায়সাড়ে ৭টার দিকে উজিরপুর ইউনয়নের সাত্তার মোড় এলাকায় এই ঘঁনাঘঠে।
আটককৃতরা হচ্ছে, উপজেলার উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও উজিরপুর ইউনিয়নের তালপট্টি গ্রামের দুলালের ছেলে হাসিব আলী (২৩) ও অটো চালক শিবগঞ্জ পৌর এলকার শেখ টোলা মহল্লার রাসেল আলি(২০)। ছিনতাইয়ের শিকার পাঁকা ইউনিয়নের চরপাঁকা কদমতলা গ্রামের মসফুল হকের ছেলে বাহাদুর আলী (৩০), ঘটনাটি ঘটেছে উজিরপুর ইউনয়নের সাত্তার মোড় এলাকায় সন্ধ্যার ৭টার দিকে।
পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, মঙ্গলবারতর্তিপুর পশু হাটে পালিত গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে উজিরপুরইউনিয়নের সাত্তার মোড়ে পৌঁছা মাত্রই কয়েকজন ছিনতাইকারী দেশীয়অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাঁর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টাকরলে বাহাদুর চিৎকার করে উঠে। তাঁর চিৎকারে এলাকার লোকজন ছুটেআসে এবং হাতেনাতে হাসিব ও রাসেলকে ধরে ফেলে এবং বাকীরা পালিয়েযায়।
এব্যপারে শিবগঞ্জ থাানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন সত্যতানিশ্চিত করে বলেন ,গরু বিক্রি করা ৫লাখ ৩৮হাজার টাকা ছিনতাইকালে২জনকে থানায় আনা হয়েছে এবং মামলা হয়েছে। আটককৃতদেরছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রিন্ট