ঢাকা , মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লন্ডন সফরের রাজনৈতিক ভালো-মন্দ Logo আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি পদে প্রার্থী হলেন বাশার শেখ Logo বোয়ালমারী বিএনপির সম্মেলন শেষে ‘নেতৃত্বশূন্য’ ঘোষণা Logo বরগুনায় ডেঙ্গুতে প্রাণ গেলো ৩ বছর বয়সী শিশু সাফওয়ান আবদুল্লাহ, মৃতের সংখ্যা বেড়ে ১৭ Logo সরকারি রাজেন্দ্র কলেজে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত  Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু এ বছরই: -রুশ রাষ্ট্রদূত Logo ফরিদপুরের ভাঙ্গায় ‌ পৃথক দুটি অভিযানে ‌ গাজা ও ইয়াবা ট্যাবলেট সহ ‌ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ‌ র‌্যাব-১০ Logo কুষ্টিয়া সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইবি শিক্ষার্থীর Logo বোয়ালমারীতে শ্বশুরবাড়িতে গৃহবন্দী জামাই, উদ্ধার করলো স্বজনরা Logo তথ্য গোপন রেখে কালুখালীর হিন্দু পরিবারে মুসলিম বধুর বিয়ে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মুকসুদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের ওপর হামলা, আহত ৫, আটক এক

বাদশাহ মিয়াঃ

 

জুলাই আন্দোলনে হতাহতের বাড়িতে মৌসুমী ফল দিয়ে ফেরার পথে, গোপালগঞ্জের মুকসুদপুরে হামলার শিকার হয়েছে মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা। আহত অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ইভটিজিং-এর প্রতিবাদ করায় এই হামলা চালানো হয়েছে উল্লেখ করে দোষিদের বিচার দাবি করেছেন আহত ও স্বজনরা।

এরইমধ্যে সিসিটিভি দেখে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টেকেরহাট উত্তরপাড় বরিশাল গেট চাইনিজ এন্ড বাংলা রেষ্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, জুলাই অভ্যুত্থানে হতাহতের বাড়িতে মৌসুমী ফল পৌঁছে দিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার কাশিমপুর থেকে শহরে ফিরছিলেন বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকেরহাট উত্তরপাড়ে ‘বরিশাল গেট চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্ট’-এ চা-নাস্তা খাওয়ার জন্য সেখানে যান তারা। এ সময় রেস্টুরেন্টের সামনে পার্কিং করা মিজান পরিবহনের স্টাফরা বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের নারী সদস্যদের ইভটিজিং করে বলে অভিযোগ তোলা হয়।

এর প্রতিবাদ করায় বাসের শ্রমিক ও ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তাদের ওপর হামলা চালায় বাসের শ্রমিক ও স্থানীয় লোকজন। এতে আহত হয় সংগঠনের মূখ্য সংগঠক আশিকুর রহমান হৃদয়, যুগ্ম সদস্য সচিব আশিকুর তামিম আশিক, যুগ্ম আহবায়ক মিথিলা ফারজানা নীলা, কিরণ আক্তারসহ ৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে উল্লেখ করে এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই ঘটনায় মিজান পরিবহনের সংশ্লিষ্ট কারোর বক্তব্য পাওয়া যায়নি।

আহত কিরণ আক্তার বলেন, মেয়েদের ওপর এভাবে হামলা চালাবে এটা বুঝতেও পারিনি। ‘ইভটিজিং-এর প্রতিবাদ করায় এই ঘটনা ঘটেছে। এর উপযুক্ত বিচার চাই।’

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অখিল সরকার বলেন, ‘মারামারির অভিযোগ নিয়ে ৫ ছাত্র হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে দুইজনকে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলার সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন,’ পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যারা এই হামলা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। সিসিটিভিতে তার প্রমান রয়েছে। তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতাদের দাবি জানাচ্ছি।’

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল মুঠোফোনে জানান, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লন্ডন সফরের রাজনৈতিক ভালো-মন্দ

error: Content is protected !!

মুকসুদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের ওপর হামলা, আহত ৫, আটক এক

আপডেট টাইম : ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
বাদশাহ মিয়া, মুক্সুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :

বাদশাহ মিয়াঃ

 

জুলাই আন্দোলনে হতাহতের বাড়িতে মৌসুমী ফল দিয়ে ফেরার পথে, গোপালগঞ্জের মুকসুদপুরে হামলার শিকার হয়েছে মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা। আহত অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ইভটিজিং-এর প্রতিবাদ করায় এই হামলা চালানো হয়েছে উল্লেখ করে দোষিদের বিচার দাবি করেছেন আহত ও স্বজনরা।

এরইমধ্যে সিসিটিভি দেখে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টেকেরহাট উত্তরপাড় বরিশাল গেট চাইনিজ এন্ড বাংলা রেষ্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, জুলাই অভ্যুত্থানে হতাহতের বাড়িতে মৌসুমী ফল পৌঁছে দিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার কাশিমপুর থেকে শহরে ফিরছিলেন বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকেরহাট উত্তরপাড়ে ‘বরিশাল গেট চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্ট’-এ চা-নাস্তা খাওয়ার জন্য সেখানে যান তারা। এ সময় রেস্টুরেন্টের সামনে পার্কিং করা মিজান পরিবহনের স্টাফরা বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের নারী সদস্যদের ইভটিজিং করে বলে অভিযোগ তোলা হয়।

এর প্রতিবাদ করায় বাসের শ্রমিক ও ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তাদের ওপর হামলা চালায় বাসের শ্রমিক ও স্থানীয় লোকজন। এতে আহত হয় সংগঠনের মূখ্য সংগঠক আশিকুর রহমান হৃদয়, যুগ্ম সদস্য সচিব আশিকুর তামিম আশিক, যুগ্ম আহবায়ক মিথিলা ফারজানা নীলা, কিরণ আক্তারসহ ৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে উল্লেখ করে এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই ঘটনায় মিজান পরিবহনের সংশ্লিষ্ট কারোর বক্তব্য পাওয়া যায়নি।

আহত কিরণ আক্তার বলেন, মেয়েদের ওপর এভাবে হামলা চালাবে এটা বুঝতেও পারিনি। ‘ইভটিজিং-এর প্রতিবাদ করায় এই ঘটনা ঘটেছে। এর উপযুক্ত বিচার চাই।’

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অখিল সরকার বলেন, ‘মারামারির অভিযোগ নিয়ে ৫ ছাত্র হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে দুইজনকে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলার সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন,’ পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যারা এই হামলা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। সিসিটিভিতে তার প্রমান রয়েছে। তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতাদের দাবি জানাচ্ছি।’

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল মুঠোফোনে জানান, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।


প্রিন্ট