ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে ডুবে আলিফ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে জুনিয়াদহ বাজারের নীচে হাটখোলাপাড়া বেড়িবাধ সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।
.
নিহত যুবক বাহাদুরপুর ইউনিয়নের গোসাইপাড়া গ্রামের তোতা মন্ডলের ছেলে এবং সে পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
.
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১টার দিকে আলিফ তার শ্যালক আকাশ (১৮) ও রিপনকে (২২) সাথে নিয়ে জুনিয়াদহ বাজারের নীচে হাটখোলাপাড়া বেড়িবাধ সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায় পানিতে তলিয়ে যায় আলিফ। তাকে দেখতে না পেয়ে শ্যালকরা চিৎকার ও কান্নাকাটি করতে থাকলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে নদীতে খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে আলিফের মরদেহ উদ্ধার করে।
.
নিহত আলিফের শ্যালক আকাশ ও রিপন জানান, আলিফ ভাইকে সাথে করে আমরা নৌকা যোগে জুনিয়াদহ বাজারের নীচে পদ্মা নদীতে গোসল করতে যায়। ভাই সাঁতার ভালো না জানায় হঠাৎ করেই পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে পরিবারের লোকজনের কাছে খবর পাঠায়।
.
পানিতে ডুবে যুবক নিহত হওয়ার ঘটনার বিষয়ে ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, পানিতে ডুবে আলিফ নামে একজন মারা যাওয়ার খবর শুনেছি।
প্রিন্ট