ইসমাইল হোসেন বাবুঃ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে কুষ্টিয়া। আজ সকাল ১০:৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল কুষ্টিয়া থেকে ১৪৮কিলোমিটার পূর্বে, ১০ কিলোমিটার গভীরতায় ।
শুক্রবার ২১ নভেম্বর ছুটির দিনে অনেকেই ঘুমে অচেতন তখন হঠাৎ করেই এই ভূমিকম্পে থরথর করে কাঁপতে থাকে ঘরের আসবারপত্র। এতে অনেকেই আতঙ্ক গ্রস্ত হয়ে পড়ে। যারা ঘুমে ছিল ঘুম ভেঙে যায়। ততোক্ষণে তারা বুঝে গেছেন ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।
আতঙ্কিত মানুষজন কেউ কেউ বাসা ছেড়ে বেরিয়ে আসেন। এরই মধ্যে কেউ কেউ ফোন করে খোঁজ নেন প্রিয়জনের। তবে তৎক্ষনিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
তবে কুষ্টিয়া শহরে বেশ কিছু পুরাতন বিল্ডিং রয়েছে ঝুঁকিপূর্ণ। এই দফায় আল্লাহর রহমতে বিল্ডিং গুলোর কোন ক্ষয়ক্ষতি হয় নাই।
কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান,১০:৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
কুষ্টিয়ায় ভূমিকম্পের ইতিহাস,কুষ্টিয়ায় গত ১০ বছরে ৬৮টি ভূমিকম্প হয়েছে, যার গড়ে বছরে ৬টি ভূমিকম, এবং ১৯১৮ সালে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল।
প্রিন্ট

মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি 
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার 




















