ইসমাইল হােসন বাবুঃ
কুষ্টিয়া জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর হ্যাক করে সাধারণ মানুষের কাছে অর্থ দাবি করছে প্রতারক চক্র। রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে হোয়াটসঅ্যাপে এই ম্যাসেজ পাঠানো হয়েছে।
এ সংক্রান্ত কুষ্টিয়া জেলা প্রশাসন থেকে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সবার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেলা প্রশাসক, কুষ্টিয়া মহোদয়ের অফিসিয়াল মোবাইল/হোয়াটসঅ্যাপ নম্বর (+8801715468646) ক্লোন করা হয়েছে। দাপ্তরিক নম্বরটি থেকে বিভ্রান্তিকর ফোনকল বা মেসেজের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হলো।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা প্রশাসকের সরকারি নম্বর হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন ব্যক্তিকে ‘২৫ হাজার টাকা পাঠাবেন’ বলে দাবি জানানো হচ্ছে। প্রতারক চক্রটি হ্যাক হওয়া নম্বর থেকে হোয়াটসঅ্যাপ বা এসএমএসে যোগাযোগ করে তাদের বিকাশ বা অন্য মোবাইলে মানি-পেমেন্ট সিস্টেমে অর্থ পাঠানোর জন্য নির্দেশ দিচ্ছেন।
কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা ‘দৈনিক কুষ্টিয়া’র সম্পাদক ড. আমানুর আমান জানান, তার কাছে মেসেজ পাঠানো হয়েছে। সেখানে ২৫ হাজার টাকা চাওয়া হয়েছে। এ নিয়ে তিনি ফেসবুক একটি পোস্ট দেন রাতে। আরেও অনেকের কাছে একই ম্যাসেজ পাঠানো হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জে বদলি করা হয়েছেন। রোববার তিনি কুষ্টিয়া ছেড়েছেন। তার জায়গায় নতুন জেলা প্রশাসক হিসেবে কুষ্টিয়ায় আসছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক ইকবাল হোসেন।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি জেলা পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবেন।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
ইসমাইল হােসেন বাবু 




















