মানিক কুমার দাসঃ
ফরিদপুরে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে আলোচনা সভা ও পরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা নির্বাহী কমিটির সভাপতি শামসুদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোঃ আক্কাস আলী শেখ, বিশেষ অতিথি বক্তব্য রাখেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষক মোফাজ্জেল হোসেন রেজা, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি ও ইঞ্জিনিয়ার আদনান হোসেন অনু উপদেষ্টা ডিইএবি, নাজমুস সাকিব সভাপতি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল, বুলবুল আহমেদ নাঈম সহ-সভাপতি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিইবির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সহিদুর রহমান সবুজ।
এ সময় ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীবৃন্দ, আইডিইবির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা আইডিবির বিগত দিনের কর্মকাণ্ড তুলে ধরেন। তারা বলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের উন্নয়নে বিগত দিনে অনেক বড় অবদান রেখেছে, এবং এখনও তো অব্যাহত রয়েছে। কারিগরি শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নেই।
এ কাজে চমৎকার ভবিষ্যৎ রয়েছে।দেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রতিনিয়ত শ্রম দিয়ে যাচ্ছেন । বক্তারা বলেন
নিজের দেশকে ভালবাসতে হবে । দেশের জন্য কাজ করতে হবে। আইডিবি পেশাজীবীদের সংগঠন । ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যাতে কোনভাবেই মাথা তুলে দাঁড়াতে না পারে তার বিপক্ষেও একটি শক্তি কাজ করছে। আপনাদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে ।
দেশের উন্নয়নে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উন্নয়নে আমাদের ঐক্য ধরে রাখতে হবে । বক্তারা বলেন বর্তমান ইঞ্জিনিয়ারিং পেশায় শুধু ছেলেরা নয় মেয়েরাও অন্তর্ভুক্ত রয়েছে, এটা ভালো উদ্যোগ এ সংখ্যা আরো বাড়াতে হবে।
বক্তারা বলেন পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার মান সেটা ধরে রাখতে হবে। আগামী দিনে যারা আইডিবিকে ভালোবাসেন আইডিবিকে নিয়ে চিন্তা-ভাবনা করেন তাদের নিয়ে কমিটি গঠন করা হবে। অনুষ্ঠানে পরবর্তী পর্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রা করা হয় । এটি শহর প্রদক্ষিণ করে সূচনা স্থানে গিয়ে শেষ হয়।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















