মোঃ জিয়াউর রহমানঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ ছমিলপাড়া এলাকায় বাউল শিল্পী ফকির শফি মন্ডলের ৩য় খেলাফত দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সাধুসঙ্গ ও গ্রামীণ মেলা।
মঙ্গলবার সন্ধ্যায় ‘ভক্তি সংগীত ও প্রার্থনা’র মধ্য দিয়ে ২৪ ঘণ্টাব্যাপী এই সাধুসঙ্গের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সারারাত চলে বাউল সাধক লালন সাঁইয়ের গান, বাণী ও দর্শনের আসর। আজ সকালে বাল্যসেবা এবং দুপুরে পূর্ণসেবার মধ্য দিয়ে সমাপ্ত হবে একদিনের এ আয়োজন। খেলাফত দিবসকে ঘিরে হোসেনাবাদ হিসনা নদীর তীরে শফি মন্ডলের ‘সুধাসিন্ধু ভাব আশ্রম’ প্রাঙ্গণে বসেছে গ্রামীণ মেলা।
সাধুসঙ্গে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত অসংখ্য বাউল, ফকির ও ভক্তরা আশ্রমে সমবেত হন। অনুষ্ঠানস্থলজুড়ে সৃষ্টি হয় আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশ। শফি মন্ডল দেশের খ্যাতনামা বাউল ও সুফি সংগীতশিল্পী। ১৯৯৫ সালে তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় এবং ১৯৯৮ সালে ‘লালনের দেশে’ তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 




















