নুরুল ইসলামঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী এক যুবক ও মুসলিম পরিবারের এক তরুণীর প্রেমের সম্পর্ক থেকে হিন্দুধর্মের রীতি অনুযায়ী বিয়ের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। হিন্দু যুবকটির নাম কার্তিক চন্দ্র ঋষি (২৩)। সে উপজেলার ১৭ রশি গ্রামের হরিজন সম্প্রদায়ের পাচু চন্দ্র ঋষির ছেলে। অপরদিকে, মুসলিম মেয়েটির নাম মারিয়া আক্তার (১৯), সে একই উপজেলার ৯ রশি গ্রামের আইয়ুব আলী শরীফের মেয়ে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার সদরপুর ইউনিয়নের নয়রশি গ্রামে অভিযুক্ত যুবক যুবতীদের নিয়ে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। মুসলিম মেয়েটি শালিসে মুখে মুখে হিন্দু ধর্মগ্রহণ ও হিন্দু ধর্ম রীতি অনুযায়ী বিয়ের কথা স্বীকার করলে স্থানীয়দের মধ্যে উত্তেজনার আশংকা দেখা দেয়।
এ সময়ে সম্ভাব্য সাংঘর্ষিক পরিস্থিতি এড়াতে অভিযুক্ত যুবক-যুবতীকে পুলিশ হেফাজতে নিয়ে নেয় সদরপুর থানা পুলিশ। এ খবর লেখা পর্যন্ত কার্তিক চন্দ্র ঋষিকে ফরিদপুরে চালান করে দেয়া হয়েছে, মারিয়াকে তার পরিবারের জিম্মায় দেওয়ার জন্য অপেক্ষমাণ রয়েছে।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি 





















