আব্দুল হামিদ মিঞাঃ
রাজশাহীর বাঘায় তারুণ্যের উৎসব উপলক্ষে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৫ এর খেলায় মুখেমুখি হচ্ছে- দুই পৌরসভার দুই প্রশাসক। বাঘা পৌরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন-উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার। আড়ানী পৌরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন-সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা।
এই দুই পৌর প্রশাসকের ফুটবল দল প্রথম সেমিফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বী করবেন। মঙ্গলবার (২৮-১০-২০২৫) বিকেল ৩টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় অংশ নিবেন, বাঘা পৌরসভা ও আড়ানী পৌরসভা ফুটবল দল ।
জানা যায়, নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় বাজুবাঘা ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে বাঘা পৌরসভা ফুটবল দল ও গড়গড়ি ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে জয়লাভ করে আড়ানী পৌরসভা ফুটবল দল এবং চকরাজাপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে পাকুড়িয়া ফুটবল ও বাউসা ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে জয়লাভ করে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দল।
বুধবার (২৯-১০-২০২৫) সেমিফাইনালে মুখোমুখি হবে- পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ ফুটবল দল ও মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দল। ইউনিয়ন দুটির প্রশাসক হিসেবে রয়েছেন-প্রাণী সম্পদ অফিসার(পাকুড়িয়া ইউপি) ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী।
খেলায় পরিচালক ও সহকারি পরিচালকের দায়িত্ব পালন করেন- রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ও ক্রীড়াঙ্গনে সংশ্লিষ্ট স্থানীয়রা। নিয়মিত ধারা বিবরণীতে রয়েছেন- বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল হানিফ মিঞা, স্থানীয় শরিফুল ইসলাম ও বি কে রায়।
ক্রীড়ামোদি কলেজ শিক্ষার্থী শান্ত মিঞা জানান,মাঠজুড়ে তরুণদের উচ্ছাস ও দর্শকদের প্রাণচাঞ্চল্যে উৎসবমুখর পরিবেশ আনন্দ যুগাচ্ছে খেলোয়াড়দের। এছাড়াও রাজনৈতিক,সামাজিক সংগঠন ও প্রশাসনের ব্যক্তিবর্গ সহ অগনিত দর্শক প্রতিদিন খেলার মাঠে এসে স্থানীয় ও বহিরাগত খেলোয়াড়দের কৌশলী ক্রীড়া নৈপুন্য উপভোগ করছেন।
উপজেলা নির্বাহি অফিসার জানান, তারুণ্যের উৎসব উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। গত ১২ অক্টোবর’২৫ আনুষ্ঠানিক উদ্বোধনীর মধ্য দিয়ে খেলা শুরু হয়।
উপজেলায় সাতটি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে নক আউট পদ্ধতিতে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বলে জানান ইউএনও। প্রতিটি দলের মাঠ ফি ২০০০(দুই) হাজার টাকা। পুরুস্কার ছাড়াও চ্যাম্পিয়ন দল নগদ ৩০,০০০/=(ত্রিশ) হাজার ও রানার আপ দল পাবে ২০০০০/=(বিশ) হাজার টাকা।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি 





















