শেখ সাইদুল ইসলাম প্রবীন:
কুষ্টিয়ার খোকসায় শোমসপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৫ এসএসসি পরীক্ষায় উপজেলায় ১ম স্থান অধিকার করায় বিদ্যালয় এর পক্ষ থেকে শিক্ষার্থী নুসরাত জাহান কাবাসহ সকল এ+ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
সেই সাথে ২০২৬ সালের পরীক্ষার্থীর অভিভাবকদের নিয়ে শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত উপস্থিতির লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শোমসপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শরীফ মুহম্মদ রাশেদ, প্রধান শিক্ষক আইভিন আরা, অভিভাবক সদস্য সহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বর্তমান সভাপতি শরীফ মোহাম্মদ রাশেদ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার পর থেকে শিক্ষার মান উন্নয়নসহ বিদ্যালয় বিভিন্ন উন্নয়নমূলক কাজে করে যাচ্ছে। তারই অংশ হিসাবে ২০২৫ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সমাবেশ করা হয়।
প্রিন্ট