ঢাকা , শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেয়ার অভিযোগ

ইসমাইল হােসেন বাবুঃ

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি শাখার গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

 

শুক্রবার (২১ নভেম্বর) ভোরে যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ।

 

সকালে সরেজমিন দেখা যায়, চৌরঙ্গী বাজারের ব্যাংক ভবনের সামনে পুলিশের টহল জোরদার করা হয়েছে। ব্যাংক বন্ধ রাখা হয়েছে। ভবনের একটি জানালায় পেট্রোল ও পোড়া আগুনের তীব্র গন্ধ পাওয়া যায়, এলাকার মানুষের মধ্যে দেখা গেছে আতঙ্ক।

 

ব্যাংকের নৈশ্যপ্রহরী ইসমাইল শেখ বলেন,আমি তখন ব্যাংকের ভেতরেই ছিলাম। ফজরের আজান চলছিল। হঠাৎ আগুন জ্বলে উঠলে চিৎকার শুরু করি। মুহূর্তেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

 

তিনি জানান, বাইরে থেকে জানালার ছোট ছিদ্র দিয়ে কলাগাছের পাতা ঢুকিয়ে প্রথমে পেট্রোল ছিটানো হয়, পরে আগুন ধরিয়ে দেয়া হয়। প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হন।

 

ব্যাংকের সামনে থাকা এক চা বিক্রেতা নাম না প্রকাশের শর্তে বলেন, সকাল ছয়টার দিকে দোকানে এসে দেখি পুলিশ। পরে শুনলাম ব্যাংকে আগুন দিয়েছে কেউ। সবাই আতঙ্কিত।

 

ব্যাংকের ব্যবস্থাপক মো. শাহজালাল বলেন, নাইট গার্ড ভেতরেই ছিলেন। দুর্বৃত্তরা জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। তবে কোনো ক্ষতি হয়নি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটি পেট্রোলের বোতল জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পার্কে ঘুরতে যাওয়ার কথা বলে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

error: Content is protected !!

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেয়ার অভিযোগ

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :

ইসমাইল হােসেন বাবুঃ

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি শাখার গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

 

শুক্রবার (২১ নভেম্বর) ভোরে যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ।

 

সকালে সরেজমিন দেখা যায়, চৌরঙ্গী বাজারের ব্যাংক ভবনের সামনে পুলিশের টহল জোরদার করা হয়েছে। ব্যাংক বন্ধ রাখা হয়েছে। ভবনের একটি জানালায় পেট্রোল ও পোড়া আগুনের তীব্র গন্ধ পাওয়া যায়, এলাকার মানুষের মধ্যে দেখা গেছে আতঙ্ক।

 

ব্যাংকের নৈশ্যপ্রহরী ইসমাইল শেখ বলেন,আমি তখন ব্যাংকের ভেতরেই ছিলাম। ফজরের আজান চলছিল। হঠাৎ আগুন জ্বলে উঠলে চিৎকার শুরু করি। মুহূর্তেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

 

তিনি জানান, বাইরে থেকে জানালার ছোট ছিদ্র দিয়ে কলাগাছের পাতা ঢুকিয়ে প্রথমে পেট্রোল ছিটানো হয়, পরে আগুন ধরিয়ে দেয়া হয়। প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হন।

 

ব্যাংকের সামনে থাকা এক চা বিক্রেতা নাম না প্রকাশের শর্তে বলেন, সকাল ছয়টার দিকে দোকানে এসে দেখি পুলিশ। পরে শুনলাম ব্যাংকে আগুন দিয়েছে কেউ। সবাই আতঙ্কিত।

 

ব্যাংকের ব্যবস্থাপক মো. শাহজালাল বলেন, নাইট গার্ড ভেতরেই ছিলেন। দুর্বৃত্তরা জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। তবে কোনো ক্ষতি হয়নি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটি পেট্রোলের বোতল জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট