ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নগরকান্দায় জোরপূর্বক ধান কেটে নেয়ায় অভিযোগ

বোরহানুজ্জামান আনিচঃ

 

ফরিদপুরের নগরকান্দায় জোরপূর্বক কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ উঠেছে। ১৮ নভেম্বর (মঙ্গলবার) চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে জমির মালিক নুর মোহাম্মদ  মুন্সী বাদী হয়ে একই গ্রামের মুন্নু মাতুব্বরের ছেলে সাহিদ  মাতুব্বরগংদের নামে থানায় অভিযোগ করেছেন।

 

১৮ নভেম্বর মঙ্গলবার সকালে দহিসারা মৌজার ৬৪৫ নং খতিয়ানের ৭২ নং দাগের ৪৪ শতাংশ জমি ও ৬৪৬ নং খতিয়ানের ২৮ নং দাগের ১৪ শতাংশ জমি সহ মোট ৫৮ শতাংশ জমির মালিক নুর মোহাম্মদ মুন্সী। তিনি বলেন আমার ক্রয়কৃত জমি থেকে জোরপূর্বক ধান কেটে নিয়ে যায় সাহিদ মাতুব্বর গংরা। এর আগে আমার আরও দুই দাগের ২ বিঘা জমি থেকে ধান কেটে নেয় সাহিদ  মাতুব্বর গংরা। যে কারনে এদের নামে আদালতে মামলা করেছিলাম, সেই মামলার   তদন্ত চলছে। এছাড়া জোবর দখলকারীরা আমাকে  প্রাণ নাশের হুমকি দিচ্ছে।

 

অভিযুক্ত সাহিদ মাতুব্বর বলেন নুর মোহাম্মদ মুন্সীর সুমন্দি ফিরোজ মোল্লার নিকট থেকে এই জমি মরকেচ এনে ধান বুনিয়েছি । আমার ধান আমি কেটে আনছি।জমি পাইলে তার সুমুন্দির নিকট পাবে।

 

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন জমির ধান কেটে নিচ্ছে এমন অভিযোগে নুর মোহাম্মদ মুন্সী থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয় ক্ষতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বেনাপোল পৌরসভার ৮ নং ওয়ার্ডে মফিকুল হাসান তৃপ্তি’র নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

error: Content is protected !!

নগরকান্দায় জোরপূর্বক ধান কেটে নেয়ায় অভিযোগ

আপডেট টাইম : ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
বোরহানুজ্জামান আনিচ, সিনিয়র স্টাফ রিপোর্টার :

বোরহানুজ্জামান আনিচঃ

 

ফরিদপুরের নগরকান্দায় জোরপূর্বক কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ উঠেছে। ১৮ নভেম্বর (মঙ্গলবার) চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে জমির মালিক নুর মোহাম্মদ  মুন্সী বাদী হয়ে একই গ্রামের মুন্নু মাতুব্বরের ছেলে সাহিদ  মাতুব্বরগংদের নামে থানায় অভিযোগ করেছেন।

 

১৮ নভেম্বর মঙ্গলবার সকালে দহিসারা মৌজার ৬৪৫ নং খতিয়ানের ৭২ নং দাগের ৪৪ শতাংশ জমি ও ৬৪৬ নং খতিয়ানের ২৮ নং দাগের ১৪ শতাংশ জমি সহ মোট ৫৮ শতাংশ জমির মালিক নুর মোহাম্মদ মুন্সী। তিনি বলেন আমার ক্রয়কৃত জমি থেকে জোরপূর্বক ধান কেটে নিয়ে যায় সাহিদ মাতুব্বর গংরা। এর আগে আমার আরও দুই দাগের ২ বিঘা জমি থেকে ধান কেটে নেয় সাহিদ  মাতুব্বর গংরা। যে কারনে এদের নামে আদালতে মামলা করেছিলাম, সেই মামলার   তদন্ত চলছে। এছাড়া জোবর দখলকারীরা আমাকে  প্রাণ নাশের হুমকি দিচ্ছে।

 

অভিযুক্ত সাহিদ মাতুব্বর বলেন নুর মোহাম্মদ মুন্সীর সুমন্দি ফিরোজ মোল্লার নিকট থেকে এই জমি মরকেচ এনে ধান বুনিয়েছি । আমার ধান আমি কেটে আনছি।জমি পাইলে তার সুমুন্দির নিকট পাবে।

 

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন জমির ধান কেটে নিচ্ছে এমন অভিযোগে নুর মোহাম্মদ মুন্সী থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয় ক্ষতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হবে।


প্রিন্ট