এস. এম সালমান হৃদয়ঃ
বগুড়া জেলার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা গ্রামসহ বিভিন্ন এলাকায় মঙ্গলবার (১১ নভেম্বর) জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন নেতৃত্বে বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে মোট ৩১ দফার নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়।
পথসভায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা, সহ-সাধারণ সম্পাদক আঃ গফুর টুকু, সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি জুয়েল আহ্মেদ, আ: রহিম, বিএনপি নেতা ব্লেড বাবু, মহিদুল, এনামুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, যুবদল নেতা আ: হালিম, আ: রাজ্জাক, আ: কাদের, সোহানুর রহমান সোহাগ, সৈকত, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান ডিটল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারণ সম্পাদক তাসকিন, কলেজ ছাত্রদলের সভাপতি মিলন, ছাত্রদল নেতা রবিউল, ইউসুফ, বিনতো, সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।
মোরশেদ মিল্টন বলেন, “আমরা সরাসরি মানুষদের কাছে পৌঁছে আমাদের প্রার্থী এবং দলের কার্যক্রম তুলে ধরছি। ধানের শীষ মার্কা প্রতীক আমাদের কাছে উন্নয়ন, সমৃদ্ধি ও জনকল্যাণের প্রতীক। ভোটাররা আমাদের প্রার্থীর প্রতি আস্থা রাখবেন বলে আমরা আশাবাদী।”
স্থানীয়রা নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন। পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে দলের নির্বাচনী কার্যক্রমে মানুষের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করা হয়।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি 





















