আনিসুর রহমানঃ
শেরপুরের উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়ায় কলম বিরতি পালন করেছে উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।
কলম বিরতিতে উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজ আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উম্মে সালমা আকতার ও নুসরাত সাদিয়া শারমিনসহ দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
কর্মসূচিতে তারা বলেন, একজন সরকারি কর্মকর্তার উপর এ ধরনের হামলা শুধু ব্যক্তির উপর নয়, রাষ্ট্রের উপরও আঘাত। প্রশাসনের নিরাপত্তা নিশ্চিত না হলে মাঠপর্যায়ে উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হবে।
বক্তারা আরও বলেন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি 





















