ঢাকা , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নকল চাবিতে গভীর রাতে দোকানের তালা খুলে চুরিঃ ধরা পড়ল সিসি ক্যামেরায়

আব্দুল হামিদ মিঞাঃ

বাঘা উপজেলা সদরে বাঘা বাজারের পৌর মার্কেটের “মুনির এন্ড ব্রাদার্স” এর তালা খুলে আনুমানিক ৯০ হাজার টাকা মূল্যের বিভিন্ন পণ্য চুরির ঘটনা ঘটেছে। মাত্র ৫ মিনিটে চোরের দল “মুনির এন্ড ব্রাদার্স” এর মুদি দোকান থেকে ৯০ হাজার টাকার বিভিন্ন পণ্য চুরি করে পালিয়ে যায়।

 

গত সোমবার (১০ নভেম্বর’২৫) দিবাগত রাত ২টা ২৪ মিনিট থেকে ৫ মিনিটের মধ্যে এ চুরির ঘটনা ঘটে। ওই সময় চুরির সাথে চুক্ত ছিলেন অন্তত ৪/৫ জন। পাশের দোকানের সিসি ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্যে চোরদের চেহারা বোঝা গেছে।

 

“মুনির এন্ড ব্রাদার্স” এর স্বত্তাধিকারি মুনির হোসেন জানান, সোমবার (১০-১১-২০২৫) রাত সাড়ে ১০ টায় দোকানের শার্টার নামায়ে তালা লাগিয়ে বাড়িতে যান। পরদিন মঙ্গলবার(১১-১১-২০২৫) সকাল আনুমানিক সাড়ে ৭টায় দোকানে লাগানো তালা খুলে শার্টার তুলে ভেতরে প্রবেশ করে দেখেন- সিগারেট, সুপারি, এলাজ ও জিরাসহ অন্যান্য পণ্য নাই। যার আনুমানিক মূল্যে ৯০ হাজার টাকা।

 

মুনিরের দোকানের পূর্ব পাশের দোকান ঔষুধ ব্যবসায়ী রুবেল হোসেনের। তার দোকানে থাকা সিসি ক্যামেরায় দেখা গেছে, সোমবার (১০ নভেম্বর’২৫) দিবাগত রাত ২টা ২৪ মিনিটে চার-পাঁচ জন প্রথমে দোকানের সামনে আসেন। পেছন থেকে একজন প্লাস্টিকের বস্তা দিয়ে সিসি ক্যামেরা ঢেকে দেন। পরে চোরের দল নকল চাবি ব্যবহার করে তালা খুলে ভেতরে প্রবেশ করে দোকানের পণ্য চুরি করে, সেই তালা লাগিয়ে চলে যায়।

 

ধারনা করা হয়েছে, অভিনব কায়দায় চুরির জন্য সিসি ক্যামেরা ঢেকে দেওয়া হয়েছে এবং বহু পণ্যের মধ্যে কিছু পণ্য চুরি করলে মালিক যাতে বুঝতে না পারে সেজন্য তালা খুলার জন্য নকল চাবি ব্যবহার করা হয়েছে। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন মুনির হোসেন।

 

জানা গেছে,  ওই বাজারে ৬জন নৈশ প্রহরি আছে। এতোগুলো নৈশ প্রহরি থাকা সত্বেও গভীর রাতে অভিনব কায়দায় চুরির ঘটনাটি রহস্যের দানা বেঁধেছে। ৬সদস্যর পাহারার টিম লিডার তাহাজ্জত হোসেন জানান, চুরির বিষয়ে তিনি কিছু জানেন না। তার ভাষ্য,সন্ধ্যা ৬টায় বাজারে পৌঁছেন, ফেরেন সকাল ৬টায়।

 

বাজার কমিটির আহ্বায়ক আব্দুর রহমান এছা জানান, আইনগত ব্যবস্থার জন্য দোকান মালিকের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। বাঘা থানার সহকারি পরিদর্শক (এসআই) প্রদুৎ কুমার প্রামানিক বলেন, সিসি ক্যামেরার ফুটেজ বিল্লেষণ করা হচ্ছে। চোরের দলের সদস্যদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। প্রয়োজনে প্রযুক্তি ব্যবহার করে চোর শনাক্ত করা হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লালপুরে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

error: Content is protected !!

নকল চাবিতে গভীর রাতে দোকানের তালা খুলে চুরিঃ ধরা পড়ল সিসি ক্যামেরায়

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

আব্দুল হামিদ মিঞাঃ

বাঘা উপজেলা সদরে বাঘা বাজারের পৌর মার্কেটের “মুনির এন্ড ব্রাদার্স” এর তালা খুলে আনুমানিক ৯০ হাজার টাকা মূল্যের বিভিন্ন পণ্য চুরির ঘটনা ঘটেছে। মাত্র ৫ মিনিটে চোরের দল “মুনির এন্ড ব্রাদার্স” এর মুদি দোকান থেকে ৯০ হাজার টাকার বিভিন্ন পণ্য চুরি করে পালিয়ে যায়।

 

গত সোমবার (১০ নভেম্বর’২৫) দিবাগত রাত ২টা ২৪ মিনিট থেকে ৫ মিনিটের মধ্যে এ চুরির ঘটনা ঘটে। ওই সময় চুরির সাথে চুক্ত ছিলেন অন্তত ৪/৫ জন। পাশের দোকানের সিসি ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্যে চোরদের চেহারা বোঝা গেছে।

 

“মুনির এন্ড ব্রাদার্স” এর স্বত্তাধিকারি মুনির হোসেন জানান, সোমবার (১০-১১-২০২৫) রাত সাড়ে ১০ টায় দোকানের শার্টার নামায়ে তালা লাগিয়ে বাড়িতে যান। পরদিন মঙ্গলবার(১১-১১-২০২৫) সকাল আনুমানিক সাড়ে ৭টায় দোকানে লাগানো তালা খুলে শার্টার তুলে ভেতরে প্রবেশ করে দেখেন- সিগারেট, সুপারি, এলাজ ও জিরাসহ অন্যান্য পণ্য নাই। যার আনুমানিক মূল্যে ৯০ হাজার টাকা।

 

মুনিরের দোকানের পূর্ব পাশের দোকান ঔষুধ ব্যবসায়ী রুবেল হোসেনের। তার দোকানে থাকা সিসি ক্যামেরায় দেখা গেছে, সোমবার (১০ নভেম্বর’২৫) দিবাগত রাত ২টা ২৪ মিনিটে চার-পাঁচ জন প্রথমে দোকানের সামনে আসেন। পেছন থেকে একজন প্লাস্টিকের বস্তা দিয়ে সিসি ক্যামেরা ঢেকে দেন। পরে চোরের দল নকল চাবি ব্যবহার করে তালা খুলে ভেতরে প্রবেশ করে দোকানের পণ্য চুরি করে, সেই তালা লাগিয়ে চলে যায়।

 

ধারনা করা হয়েছে, অভিনব কায়দায় চুরির জন্য সিসি ক্যামেরা ঢেকে দেওয়া হয়েছে এবং বহু পণ্যের মধ্যে কিছু পণ্য চুরি করলে মালিক যাতে বুঝতে না পারে সেজন্য তালা খুলার জন্য নকল চাবি ব্যবহার করা হয়েছে। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন মুনির হোসেন।

 

জানা গেছে,  ওই বাজারে ৬জন নৈশ প্রহরি আছে। এতোগুলো নৈশ প্রহরি থাকা সত্বেও গভীর রাতে অভিনব কায়দায় চুরির ঘটনাটি রহস্যের দানা বেঁধেছে। ৬সদস্যর পাহারার টিম লিডার তাহাজ্জত হোসেন জানান, চুরির বিষয়ে তিনি কিছু জানেন না। তার ভাষ্য,সন্ধ্যা ৬টায় বাজারে পৌঁছেন, ফেরেন সকাল ৬টায়।

 

বাজার কমিটির আহ্বায়ক আব্দুর রহমান এছা জানান, আইনগত ব্যবস্থার জন্য দোকান মালিকের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। বাঘা থানার সহকারি পরিদর্শক (এসআই) প্রদুৎ কুমার প্রামানিক বলেন, সিসি ক্যামেরার ফুটেজ বিল্লেষণ করা হচ্ছে। চোরের দলের সদস্যদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। প্রয়োজনে প্রযুক্তি ব্যবহার করে চোর শনাক্ত করা হবে।


প্রিন্ট