গৌরাঙ্গ বিশ্বাসঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বর্ধিত সভা ও সহস্রাধিক মোটরসাইকেলের শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার বর্গা বাজার সংলগ্ন স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই সভায় তৃণমূলের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা বেনজীর আহমেদ টিটো।
প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমেদ টিটো বলেন, কালিহাতী আমার প্রাণ। কালিহাতী ও এখানকার মানুষ ছাড়া আমি বাঁচতে পারবো না। আপনারা হতাশ হবেন না, আগামী দিনের বাংলাদেশে বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনবে। তিনি আরও বলেন, দলের তৃণমূল কর্মীরাই বিএনপির শক্তি ও আশার প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা।
এছাড়াও উপস্থিত ছিলেন, কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারন অর রশিদ মিনু, পাইকরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির নেতা আব্দুস ছাত্তার পলু, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির শত শত নেতাকর্মী।
সভা শেষে দলীয় নেতাকর্মীদের মধ্যে নব উদ্দীপনা ও উৎসাহ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই বর্ধিত সভাকে আগামী আন্দোলনের প্রস্তুতি ও তৃণমূলকে সংগঠিত করার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন বিএনপির স্থানীয় নেতারা।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি 





















