তেরখাদার আজগড়া, বারাসাত, কাটেংগা, পানতিতা, রামমাঝি, পদ্মবিলা, জয়সোনা, বরইতলা, আটলিয়া, আদমপুর বাজার, রূপসার আলাইপুর, ভবানীপুর, শ্রীফলতলা , পালের বাজার এবং দিঘলিয়ার ডোমরা, বামনডাঙ্গা, কেটলা, মাঝিরগাতী, মহিষদিয়া ও কোলা বাজারে ব্যাপক গনসংযোগ ও সরকারের উন্নয়ন প্রচারনা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা, খুলনা -৪ ( রূপসা তেরখাদা- দিঘলিয়া) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ রেজভী আলম রিজভী। রিজভী আলম এলাকার প্রান্তিক জনগনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ সময় তিনি স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগ কে সরকার গঠনে সুযোগ দেওয়ার আহবান জানান।
রিজভী আলম এলাকার সকল মানুষের কাছে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া প্রার্থনা করেন, পাশাপাশি নিজের জন্যও দোয়া চান। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, দীন ইসলাম সরদার, খায়ের শরীফ, আলমগীর হোসেন, ইউপি সদস্য আরিফ মল্লিক, রিপন শেখ, আবু সুফিয়ান, দাঈন শেখ , দীপক রায়, সুধীর রায়, অধীর রায়, শিমুল বিশ্বাস,চিন্ময় বিশ্বাস, রানা মল্লিক, তাকিদ মোল্লা, নজরুল গাজী, ইমরান শিকদার, পরিতোষ রায়, সজীব রায়, আশুতোষ বিশ্বাস, প্রশান্ত রায়, দিলিপ রায়, শুসান্ত রায় , যুবলীগ নেতা শেখ,হিজবুল মোল্লা, মুত্তাকিন মোল্লা, আলামিন শেখ, লাবু বিশ্বাস, জাবের শেখ, শওকাত মোল্লা, হাসিব শেখ সহ আরও অনেকে।
প্রিন্ট