আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ রেজভী আলম রিজভী বলেছেন গনসংযোগ কালে তৃনমূলের নেতা কর্মীদের ভালবাসায় আমি সিক্ত।
স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সংসদের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ রেজভি আলম রিজভি বলেন, রূপসা , দিঘলিয়া ও তেরখাদা থানার বিভিন্ন স্থানে সরকারের উন্নয়ন প্রচারকালে এই নিখাদ ভালবাসা পেতে অবিরাম ছুটে চলা।
তিনি আরও বলেন, এই ভালবাসার কাছে আজীবন ঋণী হয়ে গেলাম।
আজ তেরখাদা কুশলা বয়ার গাতি “৮ দলিয় ফুটবল টুর্নামেন্ট” খেলা উদ্বোধন করেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সংসদের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ রেজভি আলম রিজভি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, খান জিন্নাত আলী বিশিষ্ট মুক্তিযোদ্ধা, শেখ আল-মাহামুদ, মোঃ মীর বাদশা মিয়া সাধারণ সম্পাদক ৩নং ছাগলাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ্, এস.এম মিল্টন ছাগলাদাহ ইউনিয়ন যুবলীগ, দেলোয়ার হোসন, প্রধান শিক্ষক কুশলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, লিটু খান, শেখ শামীম হোসেন, মিয়া আব্দুল হাদী লস্কার, অলিউর রহমান লস্কার, উকিল উদ্দিন, শেখ মোঃ লাহু মিয়া শিকদার ইউনুস আহমেদ, মোঃ হাসান, লস্কার ইসতিয়াক আহমেদ খান মোকলেছুর রহমান লস্কার আলমগীর হোসেন।
লস্কার আনিসুর রহমান ইউপি সদস্য, ৩ নং ওয়ার্ড, ৪ নং ওয়ার্ড দ্বীন ইসলাম সরদার হোয়াটস সভাপতি ৬ নং ওয়ার্ড দাইন শেখ ওয়ার্ড সভাপতি ৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আফজাল মোল্লা ৬ নং ওয়ার্ড মোঃ রিপন শেখ ইউপি সদস্য ৭ নং ওয়ার্ড আরিফুর রহমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান দিদার মোল্লা ৬ নং মধুপুর ইউনিয়ন সভাপতি কৃষক লীগ ৫ নং ওয়ার্ড ওহিদুল মোল্লা সিনিয়র সহসভাপতি মাহাবুর শেখ মধুপুর ইউনিয়ন সহ-সভাপতি স্বেচ্ছাসেবক লীগ মুরাদ মোল্লা ৫ নং ওয়ার্ড আওলীগ নেতা, পরে তেরোখাদার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন গণসংযোগের ভিতরে কিছু এত দান করেন কিছু পরিবারকে।
প্রিন্ট