দেশে বরিশাল বিভাগের বরগুনায় ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণের ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) বিভিন্ন হাসপাতালে ১৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১০১ জন বরিশাল বিভাগের, যা দিনের রোগীর ৬০ এবং এই বিভাগের বরগুনায় ভর্তি হয়েছে ৫৪ জন, যা দিনের রোগীর ৩২ শতাংশ।
–
এ নিয়ে এ বছর এখন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৮৯ জন, যা বছরের রোগীর ৪৫ শতাংশ। এর মধ্যে বরগুনায় ভর্তি হয়েছে ১ হাজার ৬০৬ জন, যা বছরের রোগীর ২৮ শতাংশ এবং বরিশাল বিভাগের রোগীর ৬২ শতাংশ।
–
অবশ্য এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সর্বোচ্চ মারা গেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪ জন, যা বছরের মৃত্যুর ৪৮ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে সাতজনের এবং এর মধ্যে ছয়জনই এই বিভাগের বরগুনার।
–
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৬৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৯৪ জন বা ৫৬ শতাংশ পুরুষ ও ৭৫ জন বা ৪৪ শতাংশ নারী। রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ২৮, ঢাকা দক্ষিণ সিটিতে ১৯, ঢাকা উত্তর সিটিতে ১৬ ও ঢাকা বিভাগে পাঁচজন ভর্তি হয়েছে। এই ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৬-৪০ বছর বয়সী এক নারী রোগী মারা গেছে।
–
এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৭৩৯ জন। তাদের মধ্যে ৫৯ শতাংশ পুরুষ ও ৪১ শতাংশ নারী। সর্বোচ্চ ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে ২ হাজার ৫৮৯ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ৮৭৭ জন, ঢাকায় ৫৫২, ঢাকা উত্তর সিটিতে ৪৯৬, ঢাকা দক্ষিণে ৮৩৪, খুলনা বিভাগে ১৬৮, ময়মনসিংহ বিভাগে ৯৬, রাজশাহী বিভাগে ৮৮, সিলেট বিভাগে ২০ ও সর্বনিম্ন রংপুর বিভাগে ১৯ জন।
–
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৯ জন মারা গেছে। এর মধ্যে ১৪ দিনেই মারা গেছে ছয়জন। এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ মারা গেছে জানুয়ারিতে ১০ জন। এরপর এপ্রিলে সাত এবং ফেব্রুয়ারি ও মে মাসে তিনজন করে মারা গেছে।
–
এ ছাড়া গত বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ ও মৃত্যু ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে আক্রান্ত ৩ লাখ ২১ হাজার ১৭৯ ও মৃত্যু ১ হাজার ৭০৫ জন। ২০২২ সালে আক্রান্ত ৬২ হাজার ৩৮২ ও মৃত্যু ২৮১ জন। ২০২১ সালে আক্রান্ত ২৮ হাজার ৪২৯ ও মৃত্যু ১০৫ জন।
প্রিন্ট