সাহিদা পারভীনঃ
জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও রাজবাড়ী ২ আসনের সম্ভব্য সংসদ সদস্য পদপ্রার্থী হারুন অর রশীদের নামে কটুক্তি করায় কালুখালী উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলকারীরা কটুক্তিকারী খোন্দকার মশিউল আযম চুন্নুকে বিএনপি থেকে বহিস্কারের দাবী জানান।
মঙ্গলবার সন্ধায় কালুখালী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি কালুখালীর রতনদিয়া বাজার ও স্টেশন বাজার প্রদক্ষিন করে। মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা বিএনপির সহসভাপতি তৈয়বুর রহমান খান, ওবাইদুল কবির কুন্নু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা, শাহজালাল মিয়া, মদাপুর ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক সোহান মোল্লা মাজবাড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি মজিবর রহমান, রতনদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মতিন মিঞা, সাওরাইল ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক কামরুল হাসান লালটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানাউর রহমান ছানা, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা ফেরদ্দৌস হাসান টিটো, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান, কালুখালী কলেজ ছাত্রদলের সভাপতি আসিফ মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগন বলেন, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশীদ জনপ্রিয় নেতা।সে দুর্দিনে বিএনপির কান্ডারী হিসেবে কাজ করেছে। তাকে নিয়ে কটুক্তি করায় বক্তাগন খোন্দকার মশিউল আযম চুন্নকে বিএনপি থেকে বহিস্কারের দাবী জানান।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
সাহিদা পারভীন, কালুখালি (রাজবাড়ী) প্রতিনিধি 




















