ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঈশ্বরদীতে তাপদাহে লিচুর ফলন বিপর্যয়, বেড়েছে দাম Logo স্কুল ছাত্র অন্তর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল গ্রেফতার Logo যাত্রীর গায়ের পোশাক পুড়িয়ে মিলল সাড়ে চার কোটি টাকার স্বর্ণ Logo কালুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ সম্পন্ন Logo ঈশ্বরদীতে জব্দকৃত খিচুড়ি এতিমখানায় বিতরণ, জরিমানা ১০ হাজার টাকা Logo ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo হাতিয়ার দিঘীতে মিললো এক মণ ওজনের কোরাল মাছ, ৪০ হাজারে বিক্রি ! Logo পদ্মা নদী থেকে ১৯ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার Logo প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ‌ছাত্রলীগের কর্মসূচি পালিত Logo ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‌ স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নড়াইলে ডেঙ্গু জ্বরে মৃত্যু-১, চিকিৎসাধীন-৬,সনাক্ত-৫৮

নড়াইল সদরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রূপগঞ্জ বাজারের হিরক মালাকার(৪০) নামের এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বাঁশভিটা গ্রামের মঙ্গল চন্দ্র মালাকারের পূত্র। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে হিরক মালাকার খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা গেছে, গত কয়েকদিনে সদর উপজেলার বাঁশভিটা গ্রামের ৬জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া বর্তমানে নড়াইল ও লোহাগড়া হাসপাতালে ৬জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ মৌসুমে জেলায় এ পর্যন্ত ৫৮জন রোগি সনাক্ত হয়েছে।

নড়াইল সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, হিরক মালাকার শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে ডেঙ্গু উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। পরে ডেঙ্গু সনাক্ত হলে ওই দিনই তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।

সদরের মুলিয়া ইউনিয়নের সাবেক মেম্বর ও হিরক মালাকারের চাচাতো ভাই পলাশ মালাকার জানান, শনিবার তার ভাই খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তাদের গ্রামে ৬জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এ ৬জনই নড়াইল শহরের রূপগঞ্জ বাজারের ব্যবসায়ী।

নড়াইল সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত জুন থেকে এ পর্যন্ত জেলার ৩ উপজেলায় ৫৮জন রোগি সনাক্ত হয়েছে। বর্তমানে নড়াইল সদর হাসপাতালে ৪জন ও লোহাগড়া হাসপাতালে ২জন ডেঙ্গু রাগি ভর্তি হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই ভর্তি হয়েছে ৩০জন।

এদিকে নড়াইল শহরের ব্যবসায়ীরা জানান, বর্তমানে প্রতিদিন পাইকারী দোকানগুলো থেকে কমপক্ষে ১ লাখের বেশী প্লাষ্টিক ও কাগজের ওয়ান টাইম চায়ের কাপ বিক্রি হচ্ছে। করোনা প্রাদুর্ভাবে জেলার সর্বত্র চা-এর দোকানগুলোতে চালু হওয়া ওয়ান টাইম কাপ পরিত্যক্ত অবস্থায় যত্রতত্র পড়ে থাকায় এসবের মধ্যে বৃষ্টির পানি জমে ডেঙ্গু রোগের বাড়তি ঝুঁকি বাড়াচ্ছে। এছাড়া দীর্ঘদিন শহরের ড্রেন, রাস্তা অপরিস্কার রয়েছে। এছাড়া মশক নিধন স্প্রে ছিটানো হয়না। ডেঙ্গু প্রতিরোধে এখনও তেমন কোনো প্রস্তুতি গ্রহন করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে নড়াইল পৌর মেয়র আনজু মান আরা বলেন, মশার লার্ভা ধ্বংসে স্প্রেসহ সচেতনতামূলক প্রচারের ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ব্যাপারে নড়াইলের সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার বলেন, শুনেছি গত শনিবার (১৭ সেপ্টেম্বর) এক জন ডেঙ্গু জ্বরে মারা গিয়েছে। নড়াইল জেলার বাইরে মারা যাওয়ায় অফিসিয়ালি এ তথ্য এখনও আমরা পাইনি। ডেঙ্গু প্রতিরোধে রোববার (১৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় মশার লার্ভা ধ্বংসের জন্য প্রত্যেক উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদসহ সরকারি/বে-সরকারি প্রতিষ্ঠান, বাড়ির আঙ্গিনা, রাস্তার পাশের ঝোপ-ঝাড়, জলাশয়, ড্রেন, হাট-বাজার প্রভৃতি স্থানে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান সফল করতে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় মুলিয়া প্রাইমারী ও মাধ্যমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ঈশ্বরদীতে তাপদাহে লিচুর ফলন বিপর্যয়, বেড়েছে দাম

error: Content is protected !!

নড়াইলে ডেঙ্গু জ্বরে মৃত্যু-১, চিকিৎসাধীন-৬,সনাক্ত-৫৮

আপডেট টাইম : ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২

নড়াইল সদরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রূপগঞ্জ বাজারের হিরক মালাকার(৪০) নামের এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বাঁশভিটা গ্রামের মঙ্গল চন্দ্র মালাকারের পূত্র। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে হিরক মালাকার খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা গেছে, গত কয়েকদিনে সদর উপজেলার বাঁশভিটা গ্রামের ৬জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া বর্তমানে নড়াইল ও লোহাগড়া হাসপাতালে ৬জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ মৌসুমে জেলায় এ পর্যন্ত ৫৮জন রোগি সনাক্ত হয়েছে।

নড়াইল সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, হিরক মালাকার শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে ডেঙ্গু উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। পরে ডেঙ্গু সনাক্ত হলে ওই দিনই তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।

সদরের মুলিয়া ইউনিয়নের সাবেক মেম্বর ও হিরক মালাকারের চাচাতো ভাই পলাশ মালাকার জানান, শনিবার তার ভাই খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তাদের গ্রামে ৬জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এ ৬জনই নড়াইল শহরের রূপগঞ্জ বাজারের ব্যবসায়ী।

নড়াইল সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত জুন থেকে এ পর্যন্ত জেলার ৩ উপজেলায় ৫৮জন রোগি সনাক্ত হয়েছে। বর্তমানে নড়াইল সদর হাসপাতালে ৪জন ও লোহাগড়া হাসপাতালে ২জন ডেঙ্গু রাগি ভর্তি হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই ভর্তি হয়েছে ৩০জন।

এদিকে নড়াইল শহরের ব্যবসায়ীরা জানান, বর্তমানে প্রতিদিন পাইকারী দোকানগুলো থেকে কমপক্ষে ১ লাখের বেশী প্লাষ্টিক ও কাগজের ওয়ান টাইম চায়ের কাপ বিক্রি হচ্ছে। করোনা প্রাদুর্ভাবে জেলার সর্বত্র চা-এর দোকানগুলোতে চালু হওয়া ওয়ান টাইম কাপ পরিত্যক্ত অবস্থায় যত্রতত্র পড়ে থাকায় এসবের মধ্যে বৃষ্টির পানি জমে ডেঙ্গু রোগের বাড়তি ঝুঁকি বাড়াচ্ছে। এছাড়া দীর্ঘদিন শহরের ড্রেন, রাস্তা অপরিস্কার রয়েছে। এছাড়া মশক নিধন স্প্রে ছিটানো হয়না। ডেঙ্গু প্রতিরোধে এখনও তেমন কোনো প্রস্তুতি গ্রহন করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে নড়াইল পৌর মেয়র আনজু মান আরা বলেন, মশার লার্ভা ধ্বংসে স্প্রেসহ সচেতনতামূলক প্রচারের ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ব্যাপারে নড়াইলের সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার বলেন, শুনেছি গত শনিবার (১৭ সেপ্টেম্বর) এক জন ডেঙ্গু জ্বরে মারা গিয়েছে। নড়াইল জেলার বাইরে মারা যাওয়ায় অফিসিয়ালি এ তথ্য এখনও আমরা পাইনি। ডেঙ্গু প্রতিরোধে রোববার (১৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় মশার লার্ভা ধ্বংসের জন্য প্রত্যেক উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদসহ সরকারি/বে-সরকারি প্রতিষ্ঠান, বাড়ির আঙ্গিনা, রাস্তার পাশের ঝোপ-ঝাড়, জলাশয়, ড্রেন, হাট-বাজার প্রভৃতি স্থানে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান সফল করতে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় মুলিয়া প্রাইমারী ও মাধ্যমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা করা হবে।