ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঘুষে ফায়ার লাইসেন্স, ভুয়া বিলের কারসাজি Logo চরভদ্রাসনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওয়ালিদ হোসাইন গ্রেপ্তার Logo চরভদ্রাসনে ১৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo রূপগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও নগদ টাকা উদ্ধার Logo তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টে জয়ী ওরা ১১জন মাগুরা Logo হাতিয়ায় রাতে আড্ডা দেওয়া চার শিক্ষার্থীকে ডেকে নিয়ে পড়তে বসালেন ইউএনও Logo শিক্ষার্থীর মৃত্যুতে মধ্যরাতে ইবি বিশ্ববিদ্যালয় হলে হলে বিক্ষোভ, আজ সারা দিনে উত্তাল ক্যাম্পাস Logo রংপুরে সিও বাজারে এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণঃ নিহত ১, বহু আহত Logo ফরিদপুরে ড্যাব এর চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মোটিভ উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে তৎপর পুলিশ

পাংশায় এক পল্লী চিকিৎসককে আটকে রেখে মুক্তিপণ আদায় !

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির এক বাড়িতে শাজাহান সরদার (৪০) নামের এক পল্লী চিকিৎসককে আটকে রেখে মুক্তিপণ আদায়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পল্লী চিকিৎসক শাজাহান সরদারের বাড়ী কালুখালী উপজেলার রতনদিয়া ইউপির গঙ্গানন্দপুর গ্রামে। রতনদিয়া রেলগেট বাজারে তার ঔষধের দোকান আছে।

জানা যায়, কালুখালীর পল্লী চিকিৎসক শাজাহান সরদার নিজ দোকানের ঔষধ ক্রয়ের জন্য প্রায়ই পাংশা শহরে আসেন। তারই ধারাবাহিকতায় গত ২৯ আগস্ট সকালে নিজ দোকানের জন্য ঔষধ কিনতে পাংশা শহরের এক ফার্মেসিতে আসেন তিনি। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব পরিকল্পিত ভাবে রোগী দেখানোর কথা বলে পাংশা শহর থেকে কৌশলে তাকে ডেকে নিয়ে পাংশার বাবুপাড়া ইউনিয়নের একটি মাদরাসার পাশে এক বাড়িতে নিয়ে আটকে রাখে ছাঁদাবাজ চক্র।

সেখানে পল্লী চিকিৎসক শাজাহান সরদারের সাথে নারী কেলেঙ্কারীর নাটক সাজিয়ে মোবাইল ফোনে আপত্তিকর ছবি তুলে তাকে মরধর ও ভয়ভীতি প্রদর্শন করাসহ নন জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবী করে আরমান ও হিমেলসহ চাঁদাবাজ চক্র। একই সাথে আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পল্লী চিকিৎসক শাজাহান সরদারের নিকট থেকে নগদ ১৮ হাজার টাকা ও আট আনা ওজনের ১টি আংটি ছিনিয়ে নেয় চাঁদাবাজ চক্র এবং বিকাশে মুক্তিপণের টাকা পাঠানোর জন্য চাপ সৃষ্টি করে তারা।

ভয় পেয়ে পল্লী চিকিৎসক শাজাহান সরদারের পরিবার মুক্তিপণ হিসেবে একলাখ টাকা বিকাশের মাধ্যমে পাঠায়। আরমানসহ তার সঙ্গীরা বিকাশের টাকা তুলে নেয় এবং নানা অজুহাতে আরও ১২হাজার টাকা হাতিয়ে নিয়ে পল্লী চিকিৎসক শাজাহান সরদারকে ছেড়ে দেয় চাঁদাবাজ চক্র। মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে পল্লী চিকিৎসক শাজাহান সরদার প্রতিকার চেয়ে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

এ ব্যাপারে বৃহস্পতিবার ২সেপ্টেম্বর বিকেলে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, ঘটনার বিষয়ে অনুসন্ধান ও জড়িতদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। খুব শিঘ্রই ঘটনার মোটিভ উদঘাটনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঘুষে ফায়ার লাইসেন্স, ভুয়া বিলের কারসাজি

error: Content is protected !!

মোটিভ উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে তৎপর পুলিশ

পাংশায় এক পল্লী চিকিৎসককে আটকে রেখে মুক্তিপণ আদায় !

আপডেট টাইম : ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির এক বাড়িতে শাজাহান সরদার (৪০) নামের এক পল্লী চিকিৎসককে আটকে রেখে মুক্তিপণ আদায়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পল্লী চিকিৎসক শাজাহান সরদারের বাড়ী কালুখালী উপজেলার রতনদিয়া ইউপির গঙ্গানন্দপুর গ্রামে। রতনদিয়া রেলগেট বাজারে তার ঔষধের দোকান আছে।

জানা যায়, কালুখালীর পল্লী চিকিৎসক শাজাহান সরদার নিজ দোকানের ঔষধ ক্রয়ের জন্য প্রায়ই পাংশা শহরে আসেন। তারই ধারাবাহিকতায় গত ২৯ আগস্ট সকালে নিজ দোকানের জন্য ঔষধ কিনতে পাংশা শহরের এক ফার্মেসিতে আসেন তিনি। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব পরিকল্পিত ভাবে রোগী দেখানোর কথা বলে পাংশা শহর থেকে কৌশলে তাকে ডেকে নিয়ে পাংশার বাবুপাড়া ইউনিয়নের একটি মাদরাসার পাশে এক বাড়িতে নিয়ে আটকে রাখে ছাঁদাবাজ চক্র।

সেখানে পল্লী চিকিৎসক শাজাহান সরদারের সাথে নারী কেলেঙ্কারীর নাটক সাজিয়ে মোবাইল ফোনে আপত্তিকর ছবি তুলে তাকে মরধর ও ভয়ভীতি প্রদর্শন করাসহ নন জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবী করে আরমান ও হিমেলসহ চাঁদাবাজ চক্র। একই সাথে আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পল্লী চিকিৎসক শাজাহান সরদারের নিকট থেকে নগদ ১৮ হাজার টাকা ও আট আনা ওজনের ১টি আংটি ছিনিয়ে নেয় চাঁদাবাজ চক্র এবং বিকাশে মুক্তিপণের টাকা পাঠানোর জন্য চাপ সৃষ্টি করে তারা।

ভয় পেয়ে পল্লী চিকিৎসক শাজাহান সরদারের পরিবার মুক্তিপণ হিসেবে একলাখ টাকা বিকাশের মাধ্যমে পাঠায়। আরমানসহ তার সঙ্গীরা বিকাশের টাকা তুলে নেয় এবং নানা অজুহাতে আরও ১২হাজার টাকা হাতিয়ে নিয়ে পল্লী চিকিৎসক শাজাহান সরদারকে ছেড়ে দেয় চাঁদাবাজ চক্র। মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে পল্লী চিকিৎসক শাজাহান সরদার প্রতিকার চেয়ে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

এ ব্যাপারে বৃহস্পতিবার ২সেপ্টেম্বর বিকেলে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, ঘটনার বিষয়ে অনুসন্ধান ও জড়িতদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। খুব শিঘ্রই ঘটনার মোটিভ উদঘাটনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


প্রিন্ট