আজকের তারিখ : ডিসেম্বর ২২, ২০২৪, ১:০৬ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৮, ২০২৪, ৭:২৭ পি.এম
আমতলীতে সাপুড়িয়ার কাছ থেকে দাঁড়াশ ও পদ্মগোখরা সাপ উদ্ধার
মোঃ ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে সাপুড়িয়া জাহাঙ্গীরের কাছ থেকে ৫ ফুট দৈর্ঘ্যের ১টি দাঁড়াশ ও ৩ ফুট দৈর্ঘ্যের ৩টি পদ্মগোখরা সাপ উদ্ধার করেছে পটুয়াখালীর এনিমেল লাভারস সংগঠন। আজ (বুধবার) বেলা ১:৩০ টার দিকে পৌর শহরের গার্লস স্কুল এলাকা থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
এ সময় এনিমেল লাভারস অফ পটুয়াখালীর টিম লিডার বায়েজিদ, সদস্য ইউসুফ রনি, রাকিব, আমতলী বন বিভাগের বনকর্মী ফিরোজ শেখ, ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক মোঃ ইমরান হোসাইন এবং মহিউদ্দিন লিমন উপস্থিত ছিলেন। সংগঠনের সদস্যরা সাপ চারটির প্রাথমিক চিকিৎসা শুরু করেছেন।
সাপুড়িয়াকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়, যাতে সে আর সাপ ধরবে না। বায়েজিদ জানান, সাপুড়িয়া রাস্তার পাশে বসে সাপগুলো দিয়ে খেলা দেখাচ্ছিল। খবর পাওয়ার পর তারা দ্রুত গিয়ে সাপগুলো উদ্ধার করে।
আরও পড়ুনঃ গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে সংঘর্ষে ফরিদপুরের ১ জন নিহত
প্রাথমিক চিকিৎসা শেষে সাপগুলো বনে অবমুক্ত করা হবে। উল্লেখ্য, দাঁড়াশ সাপটি নির্বিষ এবং কৃষকের উপকারে আসে, তবে পদ্মগোখরা একটি বিষধর সাপ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha