আজকের তারিখ : ডিসেম্বর ২২, ২০২৪, ১২:৫৫ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৮, ২০২৪, ৬:৩৬ পি.এম
রূপগঞ্জে পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ-শহরের ৩’শ ফুট সড়কে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ ১৮ ডিসেম্বর, বুধবার দুপুরে পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ভূঁইয়াবাড়ি ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের নাম আব্দুর রউফ ও শিপন, তবে তাদের পূর্ণ পরিচয় এখনও জানা যায়নি।
নিহতরা যমুনা ফিউচার পার্ক মার্কেটের মোবাইল ব্যবসায়ী ছিলেন। নিহতদের বন্ধু রাকিব জানান, বুধবার মার্কেট বন্ধ থাকায় তারা ১২ জন মোবাইল ব্যবসায়ী ৬টি মোটরসাইকেলে করে ঢাকা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। সড়কে চলাচল করার সময় তারা পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ভূঁইয়াবাড়ি ব্রিজে পৌঁছালে রউফ ও শিপনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়।
আরও পড়ুনঃ চট্টগ্রামের পটিয়ায় কিশোর গ্যাংয়ের হাতে গৃহবধূ খুন
এ সময় ঘটনাস্থলেই রউফ ও শিপন নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধার করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha