আজকের তারিখ : এপ্রিল ১৮, ২০২৫, ৬:৪১ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৭, ২০২৪, ৬:৩৬ পি.এম
১০ ডিসেম্বর বাসা থেকে বের হয়ে আর ফিরেনি মাহিম

গত ১০ ডিসেম্বর সকালে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের মালাঙা গ্রামের ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফিরেনি ১৩ বছর বয়সী কিশোর মাহিম ফকির। নিখোঁজের পর পাঁচ দিন বহু খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে না পেয়ে ১৫ ডিসেম্বর ফরিদপুরের কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১০৬৫) করেন মাহিমের ফুফু চম্পা বেগম।
আজ মঙ্গলবার, কিশোর মাহিম ফকিরের নিখোঁজ হওয়ার ৭ দিন পার হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তার পরিবার এবং কোতয়ালি থানা পুলিশ এখনও তার কোনো হদিস পায়নি। এদিকে, নিখোঁজ কিশোর মাহিমের মা-বাবা হারানোর পর তার একমাত্র অভিভাবক, ফুফু চম্পা বেগমের দিন কাটছে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে।
চম্পা বেগম জানান, "গত ১০ ডিসেম্বর সকালে মাহিম সেজেগুজে মালাঙা গ্রামের আমাদের ভাড়া বাসা থেকে বের হয়ে যায়। সকাল ৭টা থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।" তিনি দ্রুত মাহিমের সন্ধান পাওয়া এবং তাকে বাড়িতে ফিরে আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছন।
আরও পড়ুনঃ রাজশাহী মুক্ত দিবস: স্মৃতি পরিষদ ও বিভাগীয় প্রেসক্লাবের আয়োজন
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদুজ্জামান জানিয়েছেন, "বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ কিশোরটিকে খুঁজে বের করার জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।"
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha