আজকের তারিখ : জুলাই ১৪, ২০২৫, ৯:৪৬ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৭, ২০২৪, ৪:৩১ পি.এম
বাগাতিপাড়ায় মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ

আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিএনপির এক নেতার বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জৈয়ন্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
গুলিবর্ষণের শিকার ব্যক্তি রশিদ চৌধুরী, যিনি দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। গুলির আঘাতে তার বাড়ির জানালার কাঁচে ছিদ্র হয়ে যায়। ঘটনাস্থল থেকে ১৮ রাউন্ড গুলির খোসা এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
রশিদ চৌধুরী জানান, তিনি এবং তার পরিবার রাতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রাত ১টার দিকে বিকট আওয়াজ শুনে তারা জেগে ওঠেন এবং দেখতে পান জানালার কাচ ছিদ্র হয়ে গেছে। কিছু সময় পর আবারও অন্য একটি কক্ষে গুলি করা হয় এবং এর পরবর্তী সময়ে আরও বেশ কয়েকটি গুলি শোনা যায়। শব্দে আতঙ্কিত হয়ে পড়ে ঘরের সবাই। রাত দেড়টার পর গুলির শব্দ থেমে গেলে তারা দেখতে পান বুলেট জানালার কাঁচ ভেদ করে ঘরের ভেতরে ঢুকেছে। এরপর তিনি পুলিশে খবর দেন।
তিনি আরও জানান, "আমি বিএনপি করলেও সাবেক প্রতিমন্ত্রীর কন্যা ফারজানা সারমিন পুতুলকে সমর্থন করি এবং তার সভা-সমাবেশে অংশ নিচ্ছি, তাই বিএনপির আরেকটি পক্ষ আমার বাড়িতে গুলিবর্ষণ করেছে বলে আমি ধারণা করছি। আমরা এ ঘটনায় আতঙ্কিত। নেতা-কর্মীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেব।"
আরও পড়ুনঃ রূপগঞ্জে পূর্বাচলের লেক থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha