আজকের তারিখ : ডিসেম্বর ২২, ২০২৪, ১১:৫৯ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৬, ২০২৪, ৫:২৯ পি.এম
লালপুরে ফার্মেসিতে চুরির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
রাশিদুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ওষুধের দোকানে চুরির প্রতিবাদে গোপালপুর মিল রোডের কড়ইতলায় এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস), গোপালপুর বাজার শাখার আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়।
বাজার সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ৯টার দিকে গোপালপুর পৌরসভার ভূইয়াপাড়া গ্রামের বাসিন্দা জামিল হোসেন তার ফার্মেসি বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন সোমবার সকাল ৯টার দিকে জামিল হোসেন তার ফার্মেসির তালা খুলে ভিতরে প্রবেশ করলে দেখতে পান, ফার্মেসির টিনের চাল কেটে চোরেরা প্রবেশ করে ড্রয়ারের তালা ভেঙে নগদ ৩ লাখ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের দেশি-বিদেশি ঔষধ চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় ওষুধ ব্যবসায়ীদের মধ্যে চুরির আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধন চলাকালে তারা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার না হলে তারা আগামী বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ফার্মেসি বন্ধ রাখার সিদ্ধান্ত নেবেন।
জামিল ফার্মেসির সত্ত্বাধিকারী জামিল হোসেন জানান, সকালে ফার্মেসির তালা খুলে ভিতরে ঢুকে তিনি দেখেন, ঔষধপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। টিনের চাল কেটে চোরেরা ফার্মেসিতে প্রবেশ করে ড্রয়ারের তালা ভেঙে নগদ ৩ লাখ টাকার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের ঔষধ চুরি করে নিয়ে গেছে। তার দাবি, এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। জামিল হোসেন বিষয়টি নিয়ে লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গোপালপুর বাজার বণিক সমিতির সভাপতি বদিউজ্জামান বদর জানান, চুরির বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই লালপুর থানা এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। বর্তমানে বাজারের পরিবেশ স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুনঃ খোকসায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha