ইনামুল খন্দকার, মধুখালী (ফরিদপুর) থেকে
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মধুখালীতে জামায়াতে ইসলামের আয়োজনে বিশাল বণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় মধুখালী পেঁয়াজ বাজারে হাজার হাজার জামাত শিবির কর্মী জড়ো হয়ে র্যালীটি ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে মেছড়দিয়া মোড় প্রদক্ষিণ করে মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়।
এ সময় মধুখালী উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা আলিমুজ্জামান ও মধুখালী পৌর শাখার আমির মাওলানা রেজাউল ইসলাম বক্তব্য প্রদান করেন। উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি নওসের চৌধুরী, পৌর জামায়াতে ইসলামের সেক্রেটারি খলিলুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি কামালউদ্দিন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি রাজিবুল হাসান রাজিব, উপজেলা ছাত্র শিবিরের নেতাকর্মীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, "ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। এখন দেশের মানুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে এবং দেশের শান্তি-শৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে।"
আরও পড়ুনঃ আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
র্যালীর কার্যক্রম দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha