ইসরাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় নাগরিক কমিটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ই ডিসেম্বর সকাল ১০টায় ভেড়ামারা উপজেলা নাগরিক কমিটির প্রধান প্রতিনিধি মোঃ জান্নাতুল ফেরদাউস টনি ও শোভন আহমেদের নেতৃত্বে শোভাযাত্রায় শত শত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভেড়ামারা উপজেলাতেও এই বিজয় র্যালি ও শোভাযাত্রা আয়োজন করা হয়। এতে ভেড়ামারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বায়েজিদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি ভেড়ামারা মধ্যবাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রাণকেন্দ্র শাপলা চত্বর হয়ে উপজেলা ভবন পর্যন্ত গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর ভেড়ামারা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সমাবেশে সঞ্চালনা করেন শোভন আহমেদ। কুষ্টিয়া জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ বলেন, "বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি একই প্লাটফর্মে থেকে ভবিষ্যতে প্রতিটি দুর্নীতির বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াবে। আশা করি, জাতীয় নাগরিক কমিটি আমাদের সব সময় পাশে থাকবে, আমাদের সাপোর্ট করবে।"
ভেড়ামারা উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মোঃ জান্নাতুল ফেরদাউস টনি বলেন, "১৯৪৭ সালে বাংলাদেশ ব্রিটিশদের থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল। কিন্তু পাকিস্তানি বৈষম্য আমাদের পিছু ছাড়েনি। ফলশ্রুতিতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করতে হয়েছে। ১৬ই ডিসেম্বর আসলেও বাংলাদেশী জনগণ ভারতীয় আগ্রাসন মুক্ত হতে পারেনি। তবে, ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশ আবার নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে। সময় এসেছে ভারতীয় আগ্রাসনকে রুখে দাঁড়ানোর। এই স্বাধীনতাকে, ২ হাজার ছাত্রজনতার বুকের রক্তকে, ৫০ হাজার আহতের আর্তনাদকে কোনোভাবেই ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না।"
তিনি আরও বলেন, "এই বিজয়গাঁথাকে ধারণ করে নতুন বিজয়ের স্বপ্নকে বুনতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। আশা করি সামনের লড়াই সংগ্রামে আপনাদের পাশে পাবো।"
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন
বিজয় শোভাযাত্রা ও র্যালিতে জাতীয় নাগরিক কমিটির ভেড়ামারা প্রতিনিধি কমিটির সদস্যবৃন্দসহ এর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha