ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ ৩ যুবককে আটক করেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় পুলিশের অস্থায়ী চেক পোস্টে তল্লাশি চলাকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থানার দুর্বাচরা এলাকার আব্দুল হাকিম ওরফে আকমলের ছেলে মো. আশিকুজ্জামান (৩২), একই এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে মো. আবু জাফর (৩২) এবং রবিউল সরদারের ছেলে মো. রাসেল হোসেন (২৫)।
দৌলতপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর এলাকায় পুলিশের চেক পোস্টে তল্লাশি অভিযান চলছিল। একটি সিএনজি থামিয়ে তাতে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজিতে থাকা যাত্রীবেশী মো. আশিকুজ্জামান, মো. আবু জাফর ও মো. রাসেল হোসেনকে ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিনসহ আটক করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ‘‘প্রতিদিনের মতো পুলিশি চেক পোস্টে সন্দেহজনকভাবে একটি সিএনজিতে ৩ জন যাত্রীবেশে অস্ত্র পাচার করতে আসলে তল্লাশি চালানো হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।’’
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে পলিথিন মুক্ত জমে উঠেছে কৃষকের বাজার
এ ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha