মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া নিজ উদ্যোগে ১৩ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন। সম্প্রতি দেশে মৃদু শৈত্য প্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অসহায় মানুষের শীতকষ্ট বিবেচনায় তিনি নিজের তহবিল থেকে গরিব ও অসহায়দের মাঝে এই কম্বল বিতরণ করেন।
এ বিষয়ে রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া বলেন, "বর্তমানে শীতের তীব্রতা বেড়েছে, তাই এই অসহায় মানুষের সাহায্যার্থে আমি এই উদ্যোগ গ্রহণ করেছি।" তিনি আরও বলেন, "আমার বাবা, মরহুম শামসুল হক রব্বান মিয়া, সাবেক চেয়ারম্যান, রায়পুর ইউনিয়ন বাসীর জন্য দিন-রাত নিরলসভাবে সেবা করেছেন। আমি তাঁর সন্তান হিসেবে রায়পুর ইউনিয়নের মানুষের সেবা করছি এবং আগামীতে এই সেবা অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।"
আজ রায়পুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পাইকান্দি এলাকায় এই কম্বল বিতরণ কর্মসূচি শুরু হয়। তিনি জানান, এই কার্যক্রম পুরো রায়পুর ইউনিয়ন জুড়ে চলমান থাকবে। অনুষ্ঠানে আগত মুরুব্বীদের কাছে তার পরিবারের সকল সদস্য ও তাঁর বাবার জন্য দোয়া কামনা করেন তিনি।
আরও পড়ুনঃ ফরিদপুর চিনিকলের ৪৯তম আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: আব্দুর রব মোল্লা (ভারপ্রাপ্ত) সভাপতি, রায়পুর ইউনিয়ন বিএনপি; মহব্বত হায়াত মিয়া, সহ-সভাপতি, জেলা ছাত্রদল; মোঃ আঃ রাজ্জাক শেখ, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য, রায়পুর ইউনিয়ন পরিষদ; মোঃ আলমগীর মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক, রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল; মোঃ আনোয়ার জাহির, যুগ্ম আহবায়ক, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দল; আব্দুল করিম শেখ, সভাপতি, রায়পুর ইউনিয়ন যুবদল; মোঃ মাসুদ শেখ, সাধারণ সম্পাদক, রায়পুর ইউনিয়ন ছাত্রদল; মোঃ সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, রায়পুর ইউনিয়ন ছাত্রদল; মোঃ নজরুল ইসলাম মিয়া, যুগ্ম আহবায়ক, মধুখালী উপজেলা কৃষক দল; মোঃ তারেক শেখ, যুগ্ম আহবায়ক, মধুখালী কৃষক দল; মোঃ আলী শেখ, সদস্য, মধুখালী উপজেলা কৃষক দল; সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha