প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া উপজেলার পৃথক স্থান থেকে একদিনে জোড়া লাশ উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ।
পটিয়া থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ জানান, আজ সকালে পটিয়া পৌর এলাকার ইন্দ্রপুল থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ (৬০) এর লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিকালে, উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মমতা ডেইরি ফার্মের পেছনে বেড়িবাঁধের সুইচগেটের পানিতে বদিউল আলম (৫৫) নামে এক ব্যক্তির লাশ পাওয়া যায়। বদিউল আলম হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অলি আহমদের পুত্র। উদ্ধার হওয়ার পর তার লাশও ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে পটিয়া থানার ইনচার্জ আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, "এখনই কিছু বলা যাচ্ছে না, লাশগুলোর ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।"
আরও পড়ুনঃ রাজশাহীতে পুকুর ইজারায় পুকুর চুরি
এ ঘটনার পর থেকে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha