মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
''ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে'' ও ''ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ভ্যাট বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী আলোচনা সভা, রচনা এবং কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগের আয়োজনে আজ (বৃহস্পতিবার) বেলা ১২টার দিকে ফরিদপুর মহাবিদ্যালয়ের মিলনায়তনে এ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. আখতারুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে সকলের ভ্যাট প্রদানে সহযোগিতা প্রয়োজন। নাগরিকদের ভ্যাটের টাকায় দেশের অর্থনীতির সার্বিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। তাই ভ্যাট প্রদানে আমরা নিজেরা সচেতন হবো এবং অপরকে ভ্যাট প্রদানে উৎসাহিত করবো।
কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং গভর্নিং বডির সদস্য সচিব ড. বিমল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর মহাবিদ্যালয়ের প্রভাষক অধ্যাপক সবিতা বৈরাগী এবং সহকারী রাজস্ব কর্মকর্তা মোজাফ্ফর হোসেন সেলিম।
আরও পড়ুনঃ হাটহাজারীতে সাইকেল চুরির ঘটনায় মারধর, লেদু নামে যুবকের মৃত্যু
শেষে আয়োজিত রচনা, কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৫০০ শিক্ষার্থীদের মধ্যে ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha