আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে উপজেলা হলরুমে প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়ারোধ ও নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণে অংশীজনদের সাথে উপজেলা প্রাথমিক শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা অফিসার অধির কুমারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান।
এছাড়া বক্তৃতা প্রদান করেন ইনস্ট্রাক্টর উপজেলা রিসোর্ট সেন্টার কাজি রবিউল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মহিউদ্দিন মিয়া, কানিজ ফাতেমা, প্রধান শিক্ষক মো. মৃধা রোকুনুজ্জামান, অলকা রানী, সাখায়ত হোসেন, রাবেয়া সুলতানা, সহকারী শিক্ষক রিফাত জাহান প্রমুখ।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে উদ্দীপন বিদ্যানিকেতন সপ্রাবি, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন একাধিকবার বিভাগীয় শ্রেষ্ঠ অফিসার মো. সিরাজুল ইসলাম, শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন আনন্দ কুমার পল, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. সাখাওয়াত হোসেন (ভুষনা লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন শারমিন আক্তার (উদ্দীপন বিদ্যানিকেতন), শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান শিমুল (বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন রাবেয়া সুলতানা (শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়), এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন আল্পনা বিশ্বাস (বৈকন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
আরও পড়ুনঃ হাটহাজারীতে সাইকেল চুরির ঘটনায় মারধর, লেদু নামে যুবকের মৃত্যু
বিজয়ীদের হাতে পদক তুলে দেন প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল এবং শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha