ফরিদপুরের আলফাডাঙ্গায় সেরা স্কুলে জায়গা করে নিতে শিক্ষার্থীরা ভর্তি লড়াইয়ে নেমেছেন। আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে সন্তানদের ভর্তি করাতে অভিভাবকরাও রয়েছেন উদ্বেগ-উৎকণ্ঠায়।
বিশেষ করে ২০২৫ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণিতে অনলাইনে ভর্তি শুরু হয় ১২ নভেম্বর। আবেদন শেষ হয়েছে ৩০ নভেম্বর। আগামী ১৭ ডিসেম্বর মঙ্গলবার এই বছরের লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। গত কয়েক বছর ধরে সরকারি নিয়ম অনুযায়ী স্কুলের ব্যবস্থাপনায় সকলের উপস্থিতিতে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে। তবে এ বছর মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষা) বোর্ডের অধীনে লটারির মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে।
আলফাডাঙ্গা সরকারি হাইস্কুল সূত্রে জানা গেছে, এ বছর ৬ষ্ঠ শ্রেণিতে মাউশি থেকে তিনটি শাখায় ভর্তির জন্য অনুমোদন চেয়েছে স্কুল কর্তৃপক্ষ। যদি তিনটি শাখায় অনুমোদন দেয় তাহলে ১৬৫ জন ভর্তি হওয়ার সুযোগ পাবে। তবে গত বছরই স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে, এ বছর থেকে দুটি শাখা থাকবে, ফলে ক ও খ শাখায় ১১০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে। এসব আসনের বিপরীতে অনলাইনে আবেদন করেছে ২৮৬ জন। ইতোমধ্যে অনেক অভিভাবক বিদ্যালয়ে এসে বিভিন্ন সুপারিশ করছেন, অনেকে আবার বিভিন্ন শ্রেণীপেশার লোকজন দিয়ে তদবীর করছেন।
এ নিয়ে, ১০ জন মেধাবী শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, লটারির কারণে তারা ভর্তি বিষয়ক অনিশ্চয়তায় রয়েছেন এবং উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে আছেন।
আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী তাসমিন কবীর সোহা তার অভিভাবক মাতা সৈয়দা নাছরিন নাহার জানান, “আমার সন্তান যতটুকু মেধাবী, আলফাডাঙ্গা সরকারি হাইস্কুলে ভর্তি পরীক্ষায় হলে অবশ্যই চান্স পেত। কিন্তু লটারির কারণে মেধার কোনো মূল্য থাকছে না। আমরা এ নিয়ে চিন্তার মধ্যে রয়েছি।”
একই প্রতিষ্ঠানের দ্বিতীয় স্থান অধিকারী নূর জাহান ঐশীর মাতা আনজুমনিরা বেগম ও রোল নং-৪ এর মেধাবী শিক্ষার্থী জারিফসহ একাধিক অভিভাবক অনলাইনে আবেদন করেছেন, তবুও তাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে। তারা মনে করছেন, মেধার ভিত্তিতে ভর্তি হলে তাদের জন্য সুবিধা হতো এবং মেধার মূল্যায়ন করা যেত। এজন্য তারা কর্তৃপক্ষের কাছে মেধা মূল্যায়নের পর ভর্তি করার আবেদন করেছেন।
আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ বছর ৫ম শ্রেণিতে ক, খ ও গ শাখায় ১২৩ জন শিক্ষার্থী রয়েছে। তাদের প্রায় ৯৫% শিক্ষার্থী সরকারি হাইস্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করেছে।
আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম বলেন, “মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষা) বোর্ডের অধীনে এবছর লটারী হবে। আমাদের স্কুল থেকে গত বছরের মতো এবছরও ৬ষ্ঠ শ্রেণিতে তিনটি শাখা করার জন্য মাউশিতে অনুরোধ করা হয়েছে। তবে বোর্ড কর্তৃপক্ষ বলেছে, এবছর দুটি শাখায় ১১০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে। এখানে আমাদের কোনো শিক্ষার্থীকে ভর্তি করার সুযোগ নেই। এরপরেও অনেক অভিভাবক আমাদের অনুরোধ করেছেন তাদের সন্তানদের ভর্তি করার ব্যবস্থা করতে। অনেক মেধাবী শিক্ষার্থী হয়তো ভর্তি হতে পারবে না।”
আরও পড়ুনঃ হাটহাজারীতে সাইকেল চুরির ঘটনায় মারধর, লেদু নামে যুবকের মৃত্যু
তিনি আরও বলেন, “এখানে মেধা যাচাই করার কোনো ব্যবস্থা নেই। অনলাইনে আবেদন করেছে শিক্ষার্থীরা। বোর্ড আগামী ১৭ ডিসেম্বর ফলাফল ঘোষণা করবেন। যদি কোনোভাবে তিনটি শাখা অনুমোদন দেয় বোর্ড, তাহলে ১৬৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।”
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha